সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeরাজধানীজাতীয় প্রেসক্লাবে ডেসকো আউটসোর্সিং কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ

জাতীয় প্রেসক্লাবে ডেসকো আউটসোর্সিং কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ

রনি মজুমদার. রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ (শনিবার) বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)-এর আউটসোর্সিং কর্মচারীরা।“বিশ্বজুড়ে শ্রমিকের মজদুর এক হও”—এই স্লোগানকে সামনে রেখে তারা আউটসোর্সিং ও ঠিকাদারি পদ্ধতি বাতিল এবং ন্যায্য বেতন কাঠামোর দাবিতে এই কর্মসূচি পালন করেন।

সমাবেশে বক্তারা বলেন,“আমরা বছরের পর বছর ডেসকোতে সেবা দিয়ে যাচ্ছি, কিন্তু স্থায়ী চাকরির নিশ্চয়তা নেই। আউটসোর্সিং ব্যবস্থার মাধ্যমে শ্রমিকদের শোষণ করা হচ্ছে, যা বন্ধ করতে হবে।”

বক্তারা আরও দাবি করেন,আউটসোর্সিং ও ঠিকাদারি ব্যবস্থা সম্পূর্ণ বাতিল করতে হবে,সব আউটসোর্সিং,কর্মচারীদের স্থায়ী নিয়োগ দিতে হবে,ন্যায্য বেতন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

‘ডেসকো আউটসোর্সিং কর্মচারী পরিষদ’-এর ব্যানারে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে শতাধিক কর্মচারী অংশ নেন। তারা হাতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে “চাকরির নিশ্চয়তা দাও”, “আউটসোর্সিং বন্ধ করো” ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, “আমাদের ন্যায্য দাবি দ্রুত মেনে নিতে হবে। অন্যথায় আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হব।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য