ক্রীয়া ডেক্স: হামজা চৌধুরীকে ঘিরে শুরু হয়েছে মাঠের বাইরের লড়াইও! হংকং, চায়নার কোচ অ্যাশলে ওয়েস্টউড মুখের লড়াইয়ে এগিয়ে থাকতে চাইলেও বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা মনোযোগ রাখছেন কেবল মাঠের খেলায়। তবু দুই দলের প্রস্তুতি ও মানসিক লড়াইয়ে উত্তাপ ছড়িয়ে পড়েছে আগেভাগেই।
হংকং দলে রয়েছেন ব্রাজিল, ক্যামেরুন, জার্মানি, বলিভিয়া ও নিউজিল্যান্ড বংশোদ্ভূত অন্তত ১০ ফুটবলার। অপরদিকে বাংলাদেশ দলে ইংল্যান্ড, ইতালি, কানাডা ও যুক্তরাষ্ট্রের শিকড় থেকে আসা ৬ প্রবাসী খেলোয়াড়। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে আজ দেখা যাবে—হামজা, শমিত, ফাহামিদুলরা এগিয়ে যান, নাকি ফার্নান্দো আগুস্তো, পেরেইরা, কামারগোদের জ্বলে ওঠা দেখা যায়!
পল্টনের জাতীয় স্টেডিয়ামে আজ রাত ৮টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও হংকং। ম্যাচটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস।
সি’ গ্রুপের টেবিলে বর্তমানে সমান ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে হংকং ও সিঙ্গাপুর। ভারত ও বাংলাদেশের পয়েন্ট ১ করে। তাই আজকের ম্যাচে জয় মানে শুধু তিন পয়েন্ট নয়—তালিকার চিত্রই বদলে দিতে পারে এক লড়াই।
