সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeবিনোদনঅভিনয় নিয়ে আমি সন্তুষ্ট নই’

অভিনয় নিয়ে আমি সন্তুষ্ট নই’

বিনোদন ডেক্স: নাটকের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী ফারিণ খান। আলোচিত সব নাটক ও অভিনয়শৈলী দিয়ে তিনি হয়ে উঠেছেন দর্শকপ্রিয় এক মুখ। তবে তার অভিনয়জীবন শুরু ছোটপর্দায় নয়, বড়পর্দায়— ‘ধ্যাৎতিরিকি’ নামের একটি সিনেমা দিয়ে।

এরপর কাজল আরেফিন অমি পরিচালিত ‘ফিমেল থ্রি’ নাটকের মাধ্যমে টেলিভিশনে অভিষেক ঘটে তার। এরপর ধারাবাহিকভাবে ‘প্রিয় ঠিকানা’, ‘মনের মাঝে তুমি’, ‘লাভ বাজ’, ‘প্রথম প্রেমের গল্প’, ‘সুইচ’, ‘আজান’— এসব নাটকে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেন ফারিণ।

তবে তিনি সবসময়ই কাজের বেছে নেওয়ার ক্ষেত্রে ছিলেন সচেতন। সংখ্যার চেয়ে গুণে বিশ্বাসী এই অভিনেত্রী শুরু থেকেই খুঁজেছেন এমন গল্প, যেখানে চরিত্রটি হবে চ্যালেঞ্জিং, আর নিজেকে নতুনভাবে প্রকাশের সুযোগ থাকবে।

এক দশকের অভিনয় জীবনে পথচলা তার মোটেও মসৃণ ছিল না। নানা প্রতিকূলতা পেরিয়ে আজকের অবস্থানে পৌঁছেছেন তিনি। তবু ফারিণ মনে করেন, যাত্রা এখনো শুরু মাত্র।তার ভাষায়, “অভিনয় অঙ্গনের সবচেয়ে ছোট মানুষ আমি। এখনো হাতেখড়িই চলছে। নিজের অভিনয় নিয়ে আমি সন্তুষ্ট নই। আরও অনেক দূর যেতে হবে আমাকে। দর্শকের ভালোবাসাই আমাকে চালিয়ে যেতে অনুপ্রেরণা দেয়।”

এখন নতুন কোনো সিনেমায় কাজ না করলেও ফারিণের অভিনীত তিনটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে— ‘আয়না’, ‘প্ল্যানার’ ও ‘ফেসবুক’।

নাটক ও সিনেমার পাশাপাশি মিউজিক ভিডিওতেও তিনি দারুণ প্রশংসা কুড়িয়েছেন। আসিফ আকবরের ‘প্রেমের নদী’ এবং শেখ সাদীর ‘তোমায় ছোঁয়ার ইচ্ছে’ গানে মডেল হয়ে দর্শক মন জয় করেছেন তিনি।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য