সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeরাজধানীমাই টিভির চেয়ারম্যান গ্রেফতার

মাই টিভির চেয়ারম্যান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক. ঢাকার আদালত এক মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন। একই সঙ্গে মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র বুধবার বাদীপক্ষের আবেদনের পর এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের ১৯ জানুয়ারি নাসির উদ্দিন সাথী তার অফিসের এক নারী কর্মী তূর্য্য রেজাউলকে যুক্তরাষ্ট্রে ভ্রমণে পাঠান। দেশে ফেরার ২০ দিন পর তিনি তাকে অফিসে ডেকে কু-প্রস্তাব দেন। রাজি না হওয়ায় ধর্ষণের চেষ্টা করা হয়। পরে অন্য আসামিরা তাকে আটকে রেখে শারীরিক নির্যাতন চালায় এবং মৃত্যুর ভয় দেখিয়ে ৯৮টি ফাঁকা চেক ও ৯টি একশ টাকার স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেন।

ভুক্তভোগী নারী ২০২৪ সালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাথীসহ সাতজনকে আসামি করে মামলা দায়ের করেন।

এ বিষয়ে বলা যায়, গত ১৭ আগস্ট গুলশান থেকে গ্রেফতার হওয়া নাসির উদ্দিন সাথী বর্তমানে যাত্রাবাড়ী থানার হত্যাকাণ্ড মামলা ও অন্যান্য মামলায় কারাগারে রয়েছেন।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য