নিজস্ব প্রতিবেদক. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বুধবার (৮ অক্টোবর) গুম ও মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ মোট ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেছে। শুনানির পর ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
প্রথম মামলাটি আওয়ামী লীগের শাসনামলে বিরোধী রাজনৈতিক ব্যক্তিদের গুম এবং র্যাবের টিএফআই গোপন সেলে নির্যাতনের অভিযোগ সম্পর্কিত। এই মামলায় শেখ হাসিনা প্রধান আসামি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি বেনজির আহমেদ।
দ্বিতীয় মামলাটি ২০২৪ সালের জুলাই-আগস্টে রাজধানীর রামপুরায় ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন ২৮ জন নিহত হওয়া ঘটনার সঙ্গে সম্পর্কিত। এই ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে বিজিবির সাবেক লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও আরও তিনজনের বিরুদ্ধে। অন্য আসামিরা হলেন মেজর মো. রাফাত বিন আলম মুন, খিলগাঁও অঞ্চলের সাবেক ডিএমপির অতিরিক্ত উপকমিশনার মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মশিউর রহমান।
প্রত্যক্ষদর্শীদের মতে, রামপুরায় লেফটেন্যান্ট রেদোয়ানুল ইসলাম সরাসরি আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন। অন্যান্য আসামিরাও ওই ঘটনার নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তদন্ত সংস্থার রিপোর্টের ভিত্তিতে এই চার আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
