বুধবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
গ্রেপ্তারি পরোয়ানাভুক্তরা হলেন,বিজিবির সাবেক লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম, মেজর মো. রাফাত বিন আলম মুন, ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান।
প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম আদালতে চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করলে ট্রাইব্যুনাল তা আমলে নিয়ে পরোয়ানার নির্দেশ দেন। মামলার পরবর্তী শুনানি ২২ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
প্রসিকিউশনের অভিযোগে বলা হয়, জুলাইয়ের আন্দোলনের সময় রামপুরায় ২৮ জন নিহত হন এবং তখন বিজিবির কর্মকর্তা রেদোয়ানুল ইসলামকে সরাসরি গুলি চালাতে দেখা গেছে বলে অভিযোগ রয়েছে।
৫ জুলাই থেকে ৫ অগাস্ট পর্যন্ত চলা ছাত্র-জনতার আন্দোলনের সময় সারাদেশে সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শতাধিক অভিযোগ জমা পড়ে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অভিযুক্ত হয়েছেন।
বর্তমানে এসব মামলার বিচার কার্যক্রম ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২ এ চলছে।