বিনোদন ডেক্স. জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সম্প্রতি ঘরোয়াভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তানজিম তৈয়বের সঙ্গে। চলতি বছরের শেষে তারা বিবাহোত্তর সংবর্ধনার আয়োজনের পরিকল্পনা করেছেন। বিয়ের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের কৌতূহল—মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন এই তারকা দম্পতি?
ফারিয়া নিজেই জানিয়েছেন, হানিমুনে যাচ্ছেন মালদ্বীপে। তবে এর আগে শ্রীলঙ্কায় সময় কাটাচ্ছেন তিনি। সেখান থেকেই শেয়ার করেছেন একটি ছবি, যেখানে তাকে হাফপ্যান্ট পরা অবস্থায় দেখা যায়। সেই ছবিটি ঘিরেই শুরু হয় আলোচনা ও সমালোচনা—নেটিজেনদের একাংশ পোশাক নিয়ে কটাক্ষ করেন, আবার অনেকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দেন মন্তব্যবক্স।
মাত্র একদিনে ছবিটিতে ৫০ হাজারের বেশি রিয়েকশন এবং ৫ হাজার ৪ শতাধিক মন্তব্য পড়েছে। এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি শবনম ফারিয়া। আপাতত তিনি শ্রীলঙ্কাতেই সময় কাটাচ্ছেন স্বামী তানজিম তৈয়বের সঙ্গে।
গত ১৯ সেপ্টেম্বর রাজধানীর মাদানী এভিনিউয়ের মসজিদ আল মুস্তাফায় ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। বর তানজিম তৈয়ব রাজশাহীর সন্তান, অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর শেষে বর্তমানে দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।
