ক্রীয়া ডেক্স: বার্সেলোনায় একসঙ্গে দীর্ঘ সময় কাটানো লিওনেল মেসি ও জর্দি আলবার বন্ধন ছিল ফুটবল বিশ্বে অনন্য। মাঠে তাঁদের বোঝাপড়ায় মুগ্ধ হয়েছেন সমর্থকেরা, হতভম্ব হয়েছেন প্রতিপক্ষরা। এবার সেই রসায়নের ইতি ঘটছে।
ইন্টার মায়ামির স্প্যানিশ ডিফেন্ডার জর্দি আলবা ঘোষণা দিয়েছেন, ২০২৫ মৌসুম শেষে তিনি পেশাদার ফুটবল থেকে অবসর নেবেন। ইনস্টাগ্রামে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি নিজের এই সিদ্ধান্ত জানান।
আলবার অবসরের ঘোষণায় সতীর্থ ও ভক্তদের মধ্যে দেখা দিয়েছে গভীর আবেগ। প্রিয় বন্ধুকে বিদায় জানাতে মেসি লিখেছেন, ‘তোমাকে ধন্যবাদ, জর্দি। তোমাকে অনেক মিস করব। মাঠে বাঁ পাশে তাকিয়ে তোমাকে না দেখা খুব অদ্ভুত লাগবে।’
বার্সেলোনায় তাঁদের যুগলবন্দিতে এসেছে অসংখ্য সাফল্য—৫টি লা লিগা, ১টি চ্যাম্পিয়নস লিগ ও ৫টি কোপা দেল রে শিরোপা। মেসির ৩৩টি গোল এসেছে আলবার পাস থেকে, যা অ্যাসিস্ট তালিকায় চতুর্থ সর্বোচ্চ।
মেসির পাশাপাশি আলবার বিদায়ে আবেগ প্রকাশ করেছেন লুইস সুয়ারেজ ও নেইমারও। সুয়ারেজ লিখেছেন, ‘ভাই, তুমি অসাধারণ।’ নেইমার বলেছেন, ‘তুমি বিশাল একজন, ভাই। জোর একটা আলিঙ্গন।’
২০২৬ মৌসুমে মেসিকে খেলতে হবে তাঁর দুই ঘনিষ্ঠ সহযোদ্ধা—বুসকেটস ও আলবা—কে ছাড়াই। এক যুগের বন্ধুত্ব ও রসায়নের এ অধ্যায়ও তাই শেষ হচ্ছে নীরবে।
