অনলাইন ডেক্স: বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আজ অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ু মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক অনুযায়ী বুধবার সকাল ৯টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৪৫, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।
ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ বাতাসে অতিক্ষুদ্র ধূলিকণার (পিএম ২.৫) উচ্চমাত্রা। আজ এই বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নিরাপদ মানদণ্ডের প্রায় ১১ গুণ বেশি রেকর্ড করা হয়েছে।
রাজধানীর চারটি এলাকা—কল্যাণপুর, মিরপুর ইস্টার্ন হাউজিং, মিরপুর ৬ এর শিয়ালবাড়ি অফিসার্স কোয়ার্টার ও মাদানি সরণির বেজ এজওয়াটার—এ বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে শনাক্ত হয়েছে। এছাড়া গোড়ান ও গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আজকের বৈশ্বিক তালিকায় কায়রো সবচেয়ে দূষিত শহর হিসেবে শীর্ষে আছে। এরপরের স্থানগুলোতে রয়েছে বাহরাইনের মানামা, ভারতের কলকাতা, পাকিস্তানের লাহোর, কাতারের দোহা ও উগান্ডার কাম্পালা। এসব শহরের বাতাসও ‘অস্বাস্থ্যকর’ বলে চিহ্নিত হয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০–৫০ হলে বাতাস ভালো, ৫১–১০০ মাঝারি, ১০১–১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০ অস্বাস্থ্যকর, ২০১–৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা বিপর্যয়কর বা দুর্যোগপূর্ণ হিসেবে গণ্য করা হয়।
