খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে সেনা অভিযানে উন্মোচিত হলো ইউপিডিএফ এর একটি গোপন আস্তানা। সোমবার ভোরে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ দল পানছড়ি উপজেলার যুবনেশ্বর পাড়া এলাকার গভীর জঙ্গলে অভিযান চালায়।
অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফ এর স্থানীয় গ্রুপ কমান্ডার সুমেন চাকমা পালিয়ে যায়। তবে তল্লাশিতে উদ্ধার করা হয় একটি পিস্তল, ম্যাগাজিন, গুলি, ওয়াকিটকি চার্জার, মোবাইল ফোন, ধারালো অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম এবং সংগঠনের প্রচার সামগ্রী।
আইএসপিআর জানায়, অভিযানের সময় ইউপিডিএফ সদস্যরা স্থানীয় নারী-পুরুষ ও শিক্ষার্থীদের জোর করে সেনা বিরোধী স্লোগান দিতে বাধ্য করে। সাম্প্রতিক সময়ের ঘটনাবলি পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, সংগঠনটি পরিকল্পিতভাবে পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং সাধারণ জনগণকে নাশকতামূলক কাজে জড়াতে বাধ্য করছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে ইউপিডিএফ এর পলাতক সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। দেশের সার্বভৌমত্ব ও পার্বত্য অঞ্চলের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে তারা সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করবে।
