ইউসুফ আলী প্রধান: দীর্ঘ প্রায় দুই দশক পর বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণমাধ্যমের সামনে মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছেন। বিবিসি বাংলাকে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি দলের নির্বাচন কৌশল, মনোনয়ন প্রক্রিয়া, আওয়ামী লীগের রাজনীতি, এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি জানান, বিএনপি কখনো পেশিশক্তি, অর্থের প্রভাব বা পারিবারিক সম্পর্কের ভিত্তিতে প্রার্থী মনোনয়ন দেয় না। দলের মনোনয়ন প্রক্রিয়ার মূল লক্ষ্য হলো এমন প্রার্থী বাছাই করা, যিনি এলাকার সমস্যা বোঝেন, জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এবং জনকল্যাণে কার্যকরভাবে কাজ করার সক্ষমতা রাখেন।
তারেক রহমান বলেন, “আমরা চাই এমন প্রার্থী, যার সঙ্গে এলাকার তরুণ, নারী, মুরুব্বি ও ছাত্রছাত্রী—সব শ্রেণির মানুষের সম্পর্ক থাকে। যিনি জনগণের আস্থা ও সমর্থন অর্জন করতে সক্ষম।” তিনি আরও যোগ করেন, তৃণমূলের মতামত মনোনয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নতুন সম্ভাব্য রাজনৈতিক জোট ও নির্বাচনী প্রতিযোগিতা নিয়ে প্রশ্নে তিনি বলেন, সংবিধান ও আইন মেনে রাজনীতি করলে কোনো উদ্বেগের কারণ নেই। তার ভাষ্য, “নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকা স্বাভাবিক এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। বিএনপি অতীতেও প্রতিযোগিতামূলক নির্বাচন করেছে, এবারও করবে।”
