ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়ে হাইকোর্টের রায় এসেছে, যা বলে নির্বাচনের কোনো বাধা নেই। নির্বাচনের দিন ৬ অক্টোবর, যা সোনারগাঁ হোটেলে অনুষ্ঠিত হবে। নির্বাচিত কাউন্সিলররা পরিচালক নির্বাচন করবেন, এবং পরিচালকরা প্রেসিডেন্ট নির্বাচিত করবেন।
এদিকে, উত্তেজনাপূর্ণ খবর হলো যে, শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেলে অনলাইনে ভোট গ্রহণ হয়েছে। অনেক ভোট কাস্ট হয়েছে, এবং ৬ অক্টোবরের নির্বাচন আসলে শুধুমাত্র লোক দেখানো হবে। রিপোর্ট অনুযায়ী, ই-ব্যালট ব্যবহার করে ভোট নেওয়া হয়েছে।
২৬ জন ভোটার ভোট দিয়েছেন, কিন্তু লুৎফর রহমান বাদল ভোট দিতে পারেননি। ভোট গ্রহণের প্রক্রিয়া খুবই রহস্যময় ছিল, যেখানে ভোটারদের ভোট দেওয়ার নিয়ম আগেই জানিয়ে দেওয়া হয়েছিল এবং প্রিন্ট করে ভোট পাঠানো হয়েছিল। কাল ভোট শেষে পরিচালক নামের তালিকা নিশ্চিত হওয়ার কথা বলা হচ্ছে, যেমন ফারুক আহমেদ ও আদনান রহমান দীপন।
