সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeঅপরাধকাফরুলে বাসে হামলা, সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার ২

কাফরুলে বাসে হামলা, সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার ২

রনি মজুমদার: রাজধানীর কাফরুল থানার সেনপাড়া পর্বতা এলাকায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও গুলি চালানোর ঘটনায় দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

গত ৩ অক্টোবর সকাল সাড়ে ৭টার দিকে ঘটে এ ঘটনা। পরিবহন কোম্পানির কাছ থেকে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল সন্ত্রাসীরা। দাবি আদায় না দেওয়ায় তারা হামলা চালায় বলে জানা গেছে।

পরে গতরাত সাড়ে ১১টার সময় রূপনগর থানার ইস্টার্ন হাউজিং এলাকা থেকে প্রধান আসামি মোঃ নেছার উদ্দিন ও সহযোগী মোঃ জাহিদুর রহমান দিপুকে যৌথ অভিযানে গ্রেফতার করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। নাগরিকদের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত জানানোর আহ্বান জানানো হয়েছে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য