আর নিউজ: বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস হিন্দু সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগ নাকচ করেছেন। তিনি বলেন, বাংলাদেশে ‘হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই।’ সম্প্রতি নিউইয়র্কে একটি সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
অধ্যাপক ইউনূস জানান, ২০২৪ সালে গণ-অভ্যুত্থানের পর তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নির্বাচিত করা হয় এবং তিনি এই দায়িত্ব গ্রহণে অবাক হন।
সাক্ষাৎকারে তিনি জাতীয় নির্বাচন দেরিতে হওয়ার যুক্তি, রোহিঙ্গা সংকট এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয় নিয়েও আলোচনা করেন।
