সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeবিনোদনশাকিবের পরিবারের সঙ্গে অপু, কী বলছেন ভক্তরা

শাকিবের পরিবারের সঙ্গে অপু, কী বলছেন ভক্তরা

অনলাইন ডেস্ক: ১০ বছরে পা রেখেছে চিত্রনায়ক শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাহাম খান জয়। ছেলের এই বিশেষ দিনে ফের একসঙ্গে দেখা মিলল শাকিব-অপুকে। রোববার তাদের পারিবারিক মুহূর্তের কিছু ছবি ও ভিডিও ভাইরাল হতেই ভক্তদের মাঝে আলোচনা।

দেখা যায়, শাকিব, অপু এবং তাদের পরিবারের অন্য সদস্যরা জয়ের জন্মদিন উদযাপনে অংশ নিয়েছেন। এছাড়াও সেখানে শাকিব ও অপুকে ছেলের সঙ্গে আনন্দঘন মুহূর্তে দেখা গেছে।

একটি ভিডিওতে দেখা যায়, বাবার কোলে বসে আছে জয়, সামনে রাখা জন্মদিনের কেক এবং সামনেই হাসিমুখে মা অপু বিশ্বাস। এ সময় অপু জয়ের হাতে কেক তুলে দেন, আর তার থেকে শাকিব খানকে কেক খেতেও দেখা যায়। এ আয়োজনে শাকিবের পরিবারের অন্য সদস্যদেরও উপস্থিত থাকতে দেখা যায়। আর এসব মুহূর্ত ভাইরাল হতেই শাকিব-অপু ও তার সন্তানকে ভালোবাসায় ভরে দেন অনুরাগীরা।

শাকিব-অপুকে এক ভিডিওতে দেখে নানা ধরণের মন্তব্য করছেন ভক্তরা। এটাকে কেউ ইতিবাচকভাবে নিচ্ছেন আবার কেউ নেতিবাচক। তবে জয়কে ভালোবাসা জানিয়ে শাকিব-অপুকে এক থাকার অনুরোধ করেছেন অনেকেই।

হক ইবতিহাল লিখেছেন, ‘অপু বিশ্বাস যে শাকিব খানকে শুধু তার সন্তানের বাবা হিসেবেই দেখে তা তার আচরণ দেখলেই বুঝা যায়। কোনো বিশ্রি ঢলাঢলি নাই। সে তার আত্নসম্মান ধরে রেখে চলে। ব্যাপারটা দেখে তার প্রতি খুবই শ্রদ্ধা আসে।’

রিয়া ইসলাম লিখেছেন, ‘দয়া করে আপনারা জয়কে একটু সময় দিবেন। কে কি জীবনে পেলেন আর না পেলেন এগুলো হিসাব না করে সন্তানটাকে সুন্দর জীবন দেওয়ার চেষ্টা করেন। পৃথিবীর সব সন্তানরা মা-বাবার ভালোবাসার বাহু ডোরে থাকুক। জয়ের জন্য অনেক দোয়া আর ভালোবাসা।’

শ্রাবন্তী বর্মণ লিখেছেন, ‘হে ঈশ্বর সহায় হোন। জয়ের ওপর বাবা-মা যেন সবসময় এক সাথে থাকেন।’

মিনারা আক্তার লিখেছেন, ‘বাবা জয় বেঁচে থাকো। হাজারবার যেন বারবার এই দিনটি তোমার জীবনে ফিরে আসে এই দোয়া করি। তুমি কত ভাগ্যবান। দেশ থেকে বিদেশ সবাই তোমার জন্মদিন উদযাপন করছে। তোমার বাবা-মা খুবই ভাগ্যবান তোমার মত একটা লক্ষ্মী ছেলে জন্ম দিয়ে। বাবা-মার নয়নমণি হয়ে বেঁচে থেকো।’

২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তাদের একমাত্র সন্তান জয়ের জন্ম হয়। জয়ের জন্মের পর অপু বিশ্বাস তাকে প্রকাশ্যে আনলে শাকিব খানের সঙ্গে তার সম্পর্কের দূরত্ব তৈরি হয়। এর অল্প সময়ের মধ্যেই তারা আলাদা হয়ে যান। তবে আলাদা হলেও সন্তানের কারণেই মাঝে মাঝে এই জুটিকে একসঙ্গে দেখা যায়।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য