সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeবিনোদনচেন্নাইয়ে অভিনেতা বিজয়ের বাড়ি ঘিরে কঠোর নিরাপত্তা

চেন্নাইয়ে অভিনেতা বিজয়ের বাড়ি ঘিরে কঠোর নিরাপত্তা

আর নিউজ.দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের বাড়িতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় উচ্চ সতর্কতা জারি করেছে চেন্নাই পুলিশ। দলীয় সমাবেশে পদদলিত হয়ে ৪১ জনের মৃত্যুর একদিন যেতে না যেতেই এই হুমকি পেলেন বিজয়।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে চেন্নাইয়ে বিজয়ের বাড়িতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। নীলাঙ্কারাই এলাকার ইস্ট কোস্ট রোডে অবস্থিত তার ওই বাড়িতে হুমকির খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে উচ্চ সতর্কতা জারি করে। নিরাপত্তা বাহিনী দ্রুত পুরো এলাকা ঘিরে ফেলে এবং বোমা নিষ্ক্রিয়করণ দল প্রশিক্ষিত কুকুর নিয়ে বাড়ির ভেতরে তল্লাশি চালায়।

পুলিশ জানায়, বাড়ির প্রতিটি অংশ খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে যাতে কোনো সম্ভাব্য ঝুঁকি না থাকে। পাশাপাশি বিজয়ের বাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গাড়ি তল্লাশি চলছে। ঘটনাটির সঙ্গে পদদলনের পর উদ্ভূত বিতর্কের কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনার ২৪ ঘণ্টা পরও বিজয়ের দল থেকে কেউ আহতদের দেখতে যাননি বা নিহতদের পরিবারকে সান্ত্বনা দেননি। বিজয় কেবল সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতি দিয়ে প্রত্যেক নিহতের পরিবারকে ২০ লাখ রুপি এবং আহতদের জন্য ২ লাখ রুপি আর্থিক সাহায্যের ঘোষণা দেন। তবে ঘটনাস্থলে অনুপস্থিত থাকায় তাকে বিভিন্ন মহল থেকে সমালোচনার মুখে পড়তে হয়েছে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য