সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeবাণিজ্যব্যাগকাণ্ডে আড়ং বয়কটের ডাক

ব্যাগকাণ্ডে আড়ং বয়কটের ডাক

আর নিউজ: দেশের অন্যতম খ্যাতনামা লাইফস্টাইল ব্র্যান্ড ‘আড়ং’ আবারও নতুন এক বিতর্কের মুখে পড়েছে। দীর্ঘদিন ধরে মানসম্পন্ন দেশীয় পণ্যের জন্য পরিচিত এই প্রতিষ্ঠানটি এবার ভোক্তাদের কাছ থেকে কাগজের শপিং ব্যাগের জন্য অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে সমালোচনার মুখে পড়েছে।

সর্বশেষ খবর পেতে ঢাকাপ্রকাশ এর গুগল নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন । ক্রেতাদের অভিযোগ- কাগজের শপিং ব্যাগ বিনামূল্যে না দিয়ে উল্টো ওই ব্যাগ নিতে হলে গ্রাহককে অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হচ্ছে।

বিশ্বাস এবং আস্থার প্রতীক আড়ং এখন প্রতারণার প্রতিষ্ঠানেই রূপ নিয়েছে বলে ক্ষোভ ছড়িয়ে পড়েছে ক্রেতাদের মধ্যে ।

আড়ংয়ের এমন সিদ্ধান্ত নিয়ে অনেক গ্রাহক অবশ্য আড়ংয়ের সমালোচনা করতে ছাড়েননি। তারা বলছেন, আড়ংয়ের শপিং ব্যাগটিই ব্র্যান্ডটির প্রতিনিধিত্ব করে। তাছাড়া আড়ংয়ে পণ্যের দামও নেহাত কম নয়। এটি বিবেচনায় আড়ংয়ের শপিং ব্যাগের দাম রাখার সিদ্ধান্তটি ঠিক হয়নি। একে স্রেফ মুনাফা বাড়ানোর কৌশল বলে মনে করছেন অনেকে।

ভুক্তভোগী মিরাজ মিয়া নামে একজন প্রথমে এ বিষয়টি সামনে নিয়ে আসেন । সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

মোহাম্মদ মিরাজ মিয়া ফেসবুকে পোস্ট করে লেখেন, সেদিন আড়ং এর ক্যাশ কাউন্টারে গিয়ে পুরাই ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছি। আমাকে বললো কাগজের এই নর্মাল ব্যাগটার জন্য আমাকে এক্সট্রা ১৫ টাকা দিতে হবে নাকি। জিজ্ঞেস করলাম কাপড় কিনলে সাথে ব্যাগ যদি না দেন তাহলে কী দিয়ে বাসায় নিবো? ব্যাগ তো সাথেই দেওয়ার নিয়ম, ব্যাগের জন্য আলাদা করে কেন পনেরো টাকা(!) পে করতে হবে? তারা উত্তর দিলো এটাই তাদের নতুন নিয়ম। অনেক দিন পর শপিং করতে যাওয়ায় মনে করেছিলাম এটাই হয়ত নতুন বাংলাদেশের নতুন কোন নিয়ম হবে হয়ত, যেটা আমি জানতাম না।

আমার কথা হচ্ছে মানুষের পকেট কাটার জন্য ব্যাগ বাবদ টাকাই যদি নিতে হয় তাহলে একটা ব্যাগ বানাইতে যে খরচ হয়, সেইটা নিক। আড়ং এর এই ব্যাগ বানাইতে সর্বোচ্চ ৩-৫ টাকা লাগে কিন্তু তারা তো দিনে দুপুরে প্রকাশ্যে ডাকাতি করে গ্রাহক থেকে ১৫ টাকা হাতিয়ে নিচ্ছে। পুরোই ডিজিটাল রোবারি!

দ্বিতীয় কথা হচ্ছে, ব্যাগের মূল্য যদি আড়ংকে ১৫টাকা দিতেই হয়, তাহলে ব্যাগের মধ্যে তাদের ব্র্যান্ডিং নেইম, লগোতে আড়ং ই-বা কেন লেখা থাকবে। টাকা দিয়ে ব্যাগ কিনে পুরো পথে তাদের ব্র্যান্ডিং করতে করতে কেন যাবো?

এই রাষ্ট্রের যদি ন্যূনতম আইন কানুন থাকে, তাহলে আড়ং কে এর জন্য আগামী ২৪ ঘন্টার মধ্যে জবাবদিহিতায় আনা উচিত। হাসিনা আমলে এতো লুটপাটের মধ্যেও দিবালোকে গ্রাহকদের সাথে প্রতারণা তো আড়ং করতে পারে নাই? এখন কেন হুট করে তারা বেহুদা ১৫ টাকা নিচ্ছে? চব্বিশ ঘন্টার মধ্যে আড়ংকে জবাবদিহিতার আওতায় না নিয়ে আসলে আমরা ধরে নিবো কোন উপদেষ্টা বিশাল অ্যামাউন্ট টাকার বিনিময়ে আড়ংকে শেল্টার দিচ্ছে এই অনিয়ম করতে।

মিরাজের এই পোস্টে আব্দুল আহাদ নামে একজন মন্তব্য লিখেছেন, ‘আরেকটু বড় সাইজের একটা আমার থেকে ৪৫ টাকা কেটে নিয়েছে। তেমন আর রাাগ করিনি, ভাবলাম এখানে এতদিন যা আসছি, ভবিষ্যতে আর কোনদিন পা ফেলবোনা।’

এই বিষয়ে আনোয়ার হোসাইন নামে এক ক্রেতা ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘আমরা সবাই কেনা বন্ধ করে দেই । তা হলে দেখবেন সব ঠিক হয়ে গেছে আসলে আমাদের প্রতিবাদের ভাষা ঠিক নেই তাই এরা যা ইচ্ছা তাই করে। টাকা আমার আর ওর সিদ্ধান্ত এটা মেনে নেয়া যায় না। আমি এই অবস্থার উন্নতি না হলে আর আড়ং এ যাব না ।’

লিয়াকত হোসেন হিমু বলেছেন, ‘এই ব্যাগের ব্যবসা স্বপ্ন ও করে তাই স্বপ্ন বয়কট করছি, গত সপ্তাহে আড়ং এ গিয়া একই পরিস্থিতিতে পরছি তাই আড়ং ও বয়কট করলাম।’

যদিও বিনামূল্যে শপিং ব্যাগ না দেওয়ার ঘোষণা দিয়েছিল দেশের অন্যতম জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং। প্রতিটি কাগজের ব্যাগের জন্য গ্রাহকদের ‘সামান্য মূল্য’ পরিশোধ করতে হবে বলে ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এ সিদ্ধান্ত কার্যকর হয় আগামী ১ সেপ্টেম্বর থেকে।

আড়ং বলছে, গত ১ সেপ্টেম্বর থেকে তারা আর কাগজের শপিং ব্যাগ বিনামূল্যে দিচ্ছে না। ওই ব্যাগ নিতে হলে গ্রাহককে অর্থ পরিশোধ করতে হবে। এ ছাড়া সব আড়ং আউটলেটে মিলবে পরিবেশবান্ধব কাপড়ের ব্যাগ, যা আকারভেদে ৬০ টাকা ও ৭৫ টাকায় কিনতে পারবেন গ্রাহকরা।

আড়ং জানিয়েছে, একবার ব্যবহারযোগ্য প্যাকেজিং কমাতে এবং পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলার লক্ষ্যেই তারা এ উদ্যোগ নিয়েছে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য