আর নিউজ: ভারত-পাকিস্তান ম্যাচের ফলাফলকে ছাপিয়ে আলোচনায় উঠে এসেছিল হ্যান্ডশেক-বিতর্ক। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাত না মেলানোর ঘটনাকে ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। ফাইনালের আগে বিষয়টি আবারও আলোচনায়। মুখ খুললেন পাকিস্তান অধিনায়ক সলমান আলি আগা।
ফাইনালের ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সালমান জানিয়েছেন, এ ধরনের ঘটনা তিনি আগে কখনো দেখেননি। পাকিস্তান অধিনায়ক বলেন,
‘আমি পেশাদার ক্রিকেট খেলছিল ২০০৭ থেকে। কখনও দেখিনি যে ম্যাচের মধ্যে দুটো দল হাত মেলাচ্ছে না। আমার বাবাও ক্রিকেটের বড় ভক্ত। ক্রিকেটের অনেক গল্প ওর থেকে শুনেছি। উনিও কখনো বলেননি যে অতীতে এমন কোনও ঘটনা ঘটেছে। দুটো দল ক্রিকেট ম্যাচ খেললেও হাত মেলায়নি, এমন কখনো শুনিনি।’পাকিস্তান অধিনায়কের দাবি, ক্রিকেটে হাত না মেলানোর ঘটনা কখনো নেই। তিনি বলেন,
‘বরাবর শুনে এসেছি ক্রিকেট মাঠে ভদ্রতা বজায় রাখা হয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে যখন এর থেকেও খারাপ সম্পর্ক ছিল, তখনও দুই দল একে অপরের বিরুদ্ধে খেলেছে। তখনও হাত মিলিয়ে দু’দলের ক্রিকেটারেরা। আমার মতে, ক্রিকেটের জন্য হাত না মেলানোর ঘটনা ভালো উদাহরণ নয়।’শুধু হ্যান্ডশেক-বিতর্ক নিয়েই নয়, সুপার ফোরে দুই সতীর্থ হারিস রউফ ও সাহিবজাদা ফারহানের আগ্রাসী উচ্ছ্বাস নিয়েও কথা বলেছেন সালমান। তাঁদের পাশে থেকে বললেন,
‘আবেগ দেখানোর অধিকার সকলের রয়েছে। যদি কোনো জোরে বোলারকে বলি আবেগ না দেখাতে, তা হলে আর কী পড়ে থাকবে? যতক্ষণ না কারো অসম্মান হচ্ছে, ততক্ষণ উচ্ছ্বাস প্রকাশ করতে কাউকে আমি আটকাব না।’
