সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeআইন-আদালতখাগড়াছড়িতে জারি হলো নিষেধাজ্ঞা

খাগড়াছড়িতে জারি হলো নিষেধাজ্ঞা

আর নিউজ: খাগড়াছড়িতে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতার ডাকে ডাকা অবরোধ কর্মসূচি সহিংসতায় রূপ নেওয়ার আশঙ্কায় জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ২টা থেকে সদর উপজেলা ও পৌরসভা এলাকায় অনির্দিষ্টকালের জন্য এই আদেশ কার্যকর করা হয়েছে।

জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় আইনশৃঙ্খলার অবনতি ও জনগণের জানমালের ক্ষতির শঙ্কা দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে।

এর আগে শনিবার ভোর ৫টা থেকে রবিবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু করে জুম্ম ছাত্র-জনতা। অবরোধকারীরা আঞ্চলিক সড়ক ও অভ্যন্তরীণ রুটে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এতে ঢাকা ও অন্যান্য জেলা থেকে আসা শতাধিক নৈশকোচ আটকে পড়ে। সাজেক ভ্যালি ও খাগড়াছড়ি শহরে আটকা পড়েছেন অন্তত দুই হাজার পর্যটক।

এদিকে অবরোধ চলাকালে দুপুরে চেঙ্গী সেতু এলাকায় বিক্ষোভকারীদের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পাহাড়ি শিক্ষার্থীদের দাবি, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালানো হয়, এতে দুজন আহত হন। পরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

জুম্ম ছাত্র-জনতার মুখপাত্র উক্যেনু মারমা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে অবরোধ পালন করছিলাম। কিছু দুষ্কৃতকারী অবরোধকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। সবাইকে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করার আহ্বান জানাচ্ছি।

খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে।খাগড়াছড়ি পুলিশ সুপার আরোফিন জুয়েল বলেন, দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা কাজ করছি।

এ বিষয়ে জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে ১৪৪ ধারা তুলে দেওয়া হবে।

এ ঘটনায় শুক্রবার সেনাবাহিনীর সহায়তায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তবে অন্য আসামিদের গ্রেপ্তার না হওয়ায় আন্দোলন আরও তীব্র আকার ধারণ করেছে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য