সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeরাজনীতিবিএনপি-জামায়াতের কৌশল: দ্বিমুখী প্রস্তুতি

বিএনপি-জামায়াতের কৌশল: দ্বিমুখী প্রস্তুতি

আর নিউজ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নানামুখী তৎপরতায় ব্যস্ত সময় পার করছেন দেশের প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা। দ্বিমুখী প্রস্তুতি নিয়ে এগোচ্ছে দল দুটি। উভয় দলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা জানান, একদিকে নির্বাচনের প্রস্তুতি, অন্যদিকে জনসমর্থন আদায়ের কর্মসূচি নিয়ে ব্যস্ত বিএনপি-জামায়াত।

এরই মধ্যে বিএনপি সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করেছে। দলের একক প্রার্থী নিশ্চিতে আসনভিত্তিক সম্ভাব্য প্রার্থীদের রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ডেকে কথা বলছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা।

এ ছাড়া বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে বিএনপি নেতাকর্মীরা সনাতন সম্প্রদায়ের পাশে থেকে কাজ করছেন। পূজা শেষে নির্বাচনমুখী জনসম্পৃক্ত কর্মসূচি ঘোষণা করে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাবে দলটি।

অন্যদিকে, এরই মধ্যে মোট তিনশ সংসদীয় আসনের প্রায় সবকটিতেই অনানুষ্ঠানিকভাবে দলীয় একক প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। সেইসঙ্গে আসনভিত্তিক ওইসব প্রার্থীর পক্ষে ‘নির্বাচনী’ ব্যানার-পোস্টার ও ফেস্টুন সাঁটানো হয়েছে।

পাশাপাশি অবিলম্বে আইনি ভিত্তি দিয়ে জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়ন এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দাবিতে তিন দিনের কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী। অবশ্য বিএনপির সম্ভাব্য প্রার্থীদের ‘নির্বাচনী’ ব্যানার-পোস্টার এখনো তেমনটা দৃশ্যমান হয়নি।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য