সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeখেলাফুটবলসাফ ফাইনালে লাল-সবুজের তরুণ বাহিনী, পাকিস্তান চূর্ণ

সাফ ফাইনালে লাল-সবুজের তরুণ বাহিনী, পাকিস্তান চূর্ণ

আর নিউজ:দুই দলের ফাইনালে ওঠার লড়াই। খেলা শুরুর চার মিনিটের মধ্যে জোড়া গোলে এগিয়ে গেল বাংলাদেশ। ম্যাচে ফিরতে আপ্রাণ চেষ্টা চালাল পিছিয়ে পড়া পাকিস্তান। বাংলাদেশ রক্ষণদেয়াল আর অফসাইডের ফাঁদ ভাঙতে পারল না দলটি। বাকি সময় নিজেদের জাল অক্ষত রেখেই মাঠ ছাড়ল লাল সবুজেরা। তাতে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করল গোলাম রব্বানী ছোটনের দল।

বৃহস্পতিবার শ্রীলঙ্কার কলোম্বোর রেসকোর্স স্টেডিয়ামে প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। নাজমুল হুদা ফয়সালের এনে দেওয়া লিডের পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন অপু রহমান।

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দুবারের চ্যাম্পিয়ন। ৯ বার অংশ নিয়ে লাল সবুজেরা রানার্সআপ আরও হয়েছে দুবার। সর্বশেষ দুটি আসরেই ভারতের কাছে সমান ২-০ গোলে হেরে স্বপ্নভঙ হয়েছে বাংলাদেশের। শ্রীলঙ্কায় আজ আরও একটি ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশের যুবারা। দিনের দ্বিতীয় সেমিফাইনালে রাত ৮টায় ভারতকে মোকাবিলা করবে নেপাল। ওই ম্যাচের জয়ী দলের বিপক্ষে আগামী ২৭ সেপ্টেম্বর ফাইনাল খেলবে বাংলাদেশ।

এদিন তৃতীয় মিনিটেই ফয়সালের গোলে লিড নেয় বাংলাদেশ। এই গোলে অবশ্য দ্বায় আছে পাকিস্তান গোলকিপার সামার রাজ্জাকেরও। তার ভুলে বক্সের সামনে বল পান অপু রহমান; পাস বাড়ান ফয়সালের কাছে, গোলরক্ষক এগিয়ে এসে বলের নিয়ন্ত্রণ নেওয়ার আগে ডান পায়ের প্লেসিং শটে জালে বল জড়ান বাংলাদেশ অধিনায়ক।

পরের মিনিটে বাংলাদেশের লিড দ্বিগুণ করেন অপু। ডান প্রান্ত দিয়ে মোহাম্মদ আরিফের বাড়ানো বলে বল পেয়ে দুই ডিফেন্ডারের মাথার উপর দিয়ে উড়িয়ে মারের গোলে, রাজ্জাক লাফিয়েও বলের নাগাল পাননি, উচু কর্নার দিয়ে বল খুঁজে নেয় জাল। প্রতিযোগিতার গ্রুপ পর্বের খেলায় নেপালের বিপক্ষে ৪-০ গোলে জেতা ম্যাচে গোল পেয়েছিলেন অপু।

দশম মিনিটে কর্নার থেকে পাকিন্তানের মুহাম্মদ আবদুল্লাহর হেড বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। খানিক পর ফয়সাল শট নেন প্রতিপক্ষের গোলকিপার শরীর বরাবর। ১৩ মিনিটে আরেকবার জাল কাঁপান বাংলাদেশ অধিনায়ক; তবে গোলের উল্লাস করার আগেই বাজে অফসাইডের বাশি। একটু পর আব্দুল্লাহর গোলও বাতিল হয় অফসাইডের কারণে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য