আর নিউজ: নানা কারণেই মিরপুরের ‘হোম অব ক্রিকেট’-এ বহুকাল আসা হয়নি তাঁর। বয়স এবং শারীরিক অসুস্থতায় এখন অনেকটাই কাবু হয়ে যাওয়া লোকমান হোসেন ভুইয়ার গতকালও এমুখো হওয়ার কথা ছিল না। কিন্তু তাঁর হিসাবে সাত বছর পর আসতে বাধ্য হয়েছেন তিনি।
এসে আসন্ন নির্বাচনকে ঘিরে এক অচেনা জগতই দেখে যাওয়ার অসন্তুষ্টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক এই পরিচালকের কণ্ঠে, ‘আজ কাউন্সিলরশিপ নিয়ে আপত্তি জমা দেওয়ার দিন।
সকালে আমার প্রতিনিধি সেটি জমা দিতে এলে তাঁকে বলা হয় আমাকে সশরীরে আসতে হবে। সেই সঙ্গে আমার ভোটার আইডি দেখিয়ে প্রমাণ করে যেতে হবে যে আমিই লোকমান।’
সেই প্রমাণ লোকমানকে দিয়ে যেতে হলেও আপত্তি জানাতে আসা সবার ক্ষেত্রেই কি একই নিয়ম অনুসরণ করা হয়েছে? প্রশ্নটি আসছে কারণ গতকাল জমা হওয়া ৩০টি আপত্তির মধ্যে অন্যতম আলোচিত যেটি, সেটির বার্তাবাহক ভিন্ন ব্যক্তি। তামিম ইকবালের ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের কাউন্সিলরশিপ নিয়ে আপত্তি জানানোর চিঠিতে সই-স্বাক্ষর এই মুহূর্তে ঢাকায় অবস্থান করা কানাডাপ্রবাসী সাবেক ক্রিকেটার হালিম শাহর।
কিন্তু হালিম শাহর বক্তব্য নির্বাচনকে ঘিরে রহস্যময় কর্মকাণ্ড আরো প্রকাশ্যই করে তুলেছে, ‘আমি কিছুই জানি না। আমি আজ (গতকাল) বিসিবিতে যাইওনি। গিয়ে থাকলে সিসিটিভি ফুটেজ চেক করুক। এমনকি আমি কোনো চিঠিতেও সই করিনি।
