সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeশিক্ষাক্যাম্পাসগকসুতে ভোটগ্রহন শুরু হয়েছে

গকসুতে ভোটগ্রহন শুরু হয়েছে

আর নিউজ: দীর্ঘ সাত বছর পর আজ অনুষ্ঠিত হয়েছে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলবে। এ নির্বাচন ঘিরে ৩২ একর ক্যাম্পাসে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শিক্ষার্থীরাও ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের নির্বাচনে ১১টি পদে লড়ছেন ৬৩ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৭৬১ জন। গত ১১ আগস্ট তফসিল ঘোষণার পর প্রার্থিতা যাচাই-বাছাই, চূড়ান্ত তালিকা প্রকাশ এবং ডোপ টেস্ট সম্পন্ন হয়েছে। কোনো প্রার্থীর রিপোর্ট পজিটিভ হলে প্রার্থিতা বাতিল হবে।

ভোটগ্রহণের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি ভোটকেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা, যা বড় পর্দায় সরাসরি পর্যবেক্ষণ করতে পারবেন শিক্ষার্থীরা। নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় এলাকায় মোতায়েন থাকছে পুলিশ, র‍্যাব, আনসার ও এনএসআই এর ৩৫০ সদস্য। এছাড়া সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত থাকবে এবং কুইক রেসপন্স টিমও গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, দেশের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে গণ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ চালু রয়েছে। এবার সুষ্ঠু, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে ভবিষ্যৎ জাতীয় নেতৃত্ব তৈরির ক্ষেত্র তৈরি হবে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য