সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeবিশ্বসৌদির গ্র্যান্ড মুফতি মারা গেছেন

সৌদির গ্র্যান্ড মুফতি মারা গেছেন

আর নিউজ:সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সিনিয়র স্কলারস কাউন্সিলের প্রধান শেখ আবদুল আজিজ আল-শেখ মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।

রিয়াদে মঙ্গলবার সকালে ৮২ বছর বয়সে তিনি মারা যান। সৌদি আরবের রাজ দরবার এক বিবৃতিতে একথা জানিয়েছে। আবদুল আজিজ আল-শেখ ১৯৮২ সালে আরাফা প্রাঙ্গণের ঐতিহাসিক নামিরাহ মসজিদে ইমাম ও ধর্মপোদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তিনি ২০১৪ সাল পর্যন্ত টানা ৩৪ বছর আরাফাতের ময়দানে পবিত্র হজের খুতবা পাঠ করেছিলেন।

১৯৯৯ সালে গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন বাজের মৃত্যুর পর আল-শেখকে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি নিয়োগ করা হয়েছিল।

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীসহ দেশটির সব মসজিদে তার গায়েবানা নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন।

গ্র্যান্ড মুফতির মৃত্যুতে শোক জানিয়ে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালমান রাজকীয় আদালতের বিবৃতিতে বলেছেন, আলে-শেখের মৃত্যুতে সৌদি আরব ও মুসলিম বিশ্ব একজন বিশিষ্ট আলেমকে হারাল। তিনি ইসলাম ও মুসলিমদের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।

শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শেখ বিশ্বখ্যাত ইসলামী পণ্ডিত ছিলেন। ১৯৯৯ সালের জুন মাসে সৌদি আরবের সাবকে বাদশাহ ফাহাদ তাঁকে শায়খ আবদুল আজিজ ইবনে বাজ (রহ.)-এর উত্তরসূরি হিসেবে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি নিযুক্ত করেন। পাশাপাশি তিনি মুসলিম ওয়ার্ল্ড লীগের সুপ্রিম কাউন্সিলের প্রধান এবং জেনারেল প্রেসিডেন্সি অব স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতার প্রধানসহ অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

শায়খ আবদুল আজিজ ১৯৪৩ সালের ৩০ নভেম্বর মক্কায় জন্মগ্রহণ করেন।

মাত্র আট বছর বয়সে ১৯৫১ সালে তিনি তার বাবাকে হারান। এরপর অল্প বয়সেই তিনি পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেন। মাত্র ১৭ বছর বয়সে তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। ১৯৬১ সালে তিনি রিয়াদের ইমাম মুহাম্মদ বিন সাউদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ বিভাগে ভর্তি হোন। সেখানে আরবি ও ইসলামী শরিয়াহ বিষয়ে ১৯৬৫ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

১৯৬৫ সালে রিয়াদের ইমাম আল-দাওয়া স্কলারলি ইনস্টিটিউটে শিক্ষক হিসেবে নিযুক্ত হন। আট বছর পর তিনি ইমাম মুহাম্মদ বিন সাউদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ বিভাগে সহকারী অধ্যাপক ও পরে সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করেন। পাশাপাশি রিয়াদের উচ্চতর বিচার বিভাগীয় ইনস্টিটিউটেও শিক্ষকতা করেছেন। তিনি সৌদি আরবের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য ছিলেন।

১৪০২ হিজরি মোতাবেক ১৯৮২ সালে আরাফা প্রাঙ্গণের ঐতিহাসিক নামিরাহ মসজিদে ইমাম ও দাঈ হিসেবে নিযুক্ত হন। তখন থেকে ১৪৩৬ হিজরি মোতাবেক ২০১৪ সাল পর্যন্ত টানা ৩৪ বছর নামিরাহ মসজিদে পবিত্র হজের সময় আরাফাতের খুতবা প্রদান করেছেন। ১৯৮৭ সালে তিনি সিনিয়র স্কলারস কাউন্সিলে নিযুক্ত হন। ১৯৯১ সালে তিনি স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতার স্থায়ী কমিটির পূর্ণকালীন সিনিয়র সদস্য হন। ১৯৯৫ সালে তিনি সৌদি আরবের ডেপুটি গ্র্যান্ড মুফতি নিযুক্ত হন।

তথ্যসূত্র : সৌদি গেজেট ও আল-আরাবিয়্যাহ।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য