রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫
Homeআবহাওয়াপাকিস্তানের উদ্দেশে হানিয়া আমির

পাকিস্তানের উদ্দেশে হানিয়া আমির

আর নিউজ: পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল হানিয়া আমির প্রথমবারের মতো বাংলাদেশ সফর শেষে রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকাকে বিদায় জানালেন। আয়োজক প্রতিষ্ঠানের মাধ্যমে তার ঢাকা ছাড়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে আন্তর্জাতিক ব্র্যান্ড সানসিল্ক-এর আমন্ত্রণে গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে ঢাকায় আসেন তিনি। পূর্বঘোষণা অনুযায়ী শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হন হানিয়া। সানসিল্কের নির্ধারিত কিছু শর্ত পূরণ করে সাধারণ দর্শকরাও প্রিয় তারকার সঙ্গে সরাসরি দেখা ও কথা বলার সুযোগ পান। এরপর রোববার দুপুরে সানসিল্ক আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেওয়ার পরই তিনি পাকিস্তানে ফিরে যান।

ঢাকায় আসার প্রথম দিনেই সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলায় লিখে ভক্তদের হৃদয় ছুঁয়ে দেন হানিয়া আমির। একটি ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেন, ‘আসসালামুয়ালাইকুম, বাংলাদেশ কেমন আছ?’ সঙ্গে যোগ করেন বাংলাদেশ ও পাকিস্তানের পতাকার ইমোজি। মুহূর্তেই নেটিজেনরা তাকে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দেন।

এরপর শুক্রবার সকালে ঢাকার ঐতিহাসিক ও জনপ্রিয় স্থানগুলো ঘুরে দেখেন হানিয়া। সঙ্গী ছিলেন কনটেন্ট ক্রিয়েটর ও ফুড ভ্লগার ইফতেখার রাফসান। সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যায়, রাফসানের সঙ্গে আহসান মঞ্জিল প্রাঙ্গণে ফুচকা ও ঝালমুড়ি খাচ্ছেন হানিয়া, মাটির কাপে দুধ চা উপভোগ করছেন। এমনকি একসঙ্গে রিকশায় চড়েও ঢাকার পথঘাট ঘুরে দেখেছেন তারা।

সংক্ষিপ্ত সফর হলেও ঢাকার প্রতি আলাদা টান অনুভব করেছেন বলে জানিয়েছেন পাকিস্তানের এই তারকা। সফর শেষে তিনি স্বীকার করেন,বাংলাদেশের উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন তিনি।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য