সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeসারাদেশঢাকাসম্পত্তি বিক্রি করতে পাওয়ার অব অ্যাটর্নিতে স্বাক্ষর করলেন নাসার চেয়ারম্যান

সম্পত্তি বিক্রি করতে পাওয়ার অব অ্যাটর্নিতে স্বাক্ষর করলেন নাসার চেয়ারম্যান

অনলাইন ডেস্ক নিজ প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করতে সম্পত্তি বিক্রির জন্য খসড়ার পাওয়ার অব অ্যাটর্নিতে স্বাক্ষর করেছেন নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার।

শনিবার (২০ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল মালেকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নাসা গ্রুপের চেয়ারম্যান সম্পত্তি বিক্রির জন্য খসড়া পাওয়ার অব অ্যাটর্নি স্বাক্ষর করেছেন। এর ফলে তাদের সম্পদ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।শ্রমিকের চলতি মাসের বেতন-ভাতাদি পরিশোধ করা সহজতর হবে বলেও উল্লেখ করা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে।

নাসা গ্রুপের চেয়ারম্যান শ্রমিকের বেতন পরিশোধ করার জন্য বিভিন্ন সম্পত্তি বিক্রি সংক্রান্ত খসড়া পাওয়ার অব অ্যাটর্নি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করেছেন বলেও উল্লেখ করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয় সম্পত্তি বিক্রির জন্য খসড়া পাওয়ার অব অ্যাটর্নি স্বাক্ষরিত হয়েছে তারমধ্যে রয়েছে গুলশান ৭নং রোডের প্লট-৬, আশুলিয়ার তৈয়বপুর মৌজায় ৫ বিঘা জমি ও ৭ তলা ভবন (মোট আয়তন ২ লাখ ৬ বর্গফুট), নারায়ণগঞ্জের চর চেঙ্গাকান্দি মৌজায় ১০ বিঘা জমি, প্রায় ৮৬ কোটি টাকার বিভিন্ন শেয়ার এবং রাজউকের প্লট।

নাসা গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, উপর্যুক্ত সম্পত্তি বিক্রির জন্য খসড়া পাওয়ার অব অ্যাটর্নি স্বাক্ষরিত হওয়ায় খুব কম সময়ের মধ্যে অন্যান্য প্রক্রিয়াদি সম্পন্ন করে তাদের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য