সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeবিনোদন‘ভুঁইফোড়’ অ্যাওয়ার্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য পূর্ণিমার

‘ভুঁইফোড়’ অ্যাওয়ার্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য পূর্ণিমার

 

বিনোদন প্রতিবেদক

শোবিজ অঙ্গনে এখন নাটক-সিনেমা নির্মাণের চেয়ে অ্যাওয়ার্ড অনুষ্ঠান যেন বেশি হচ্ছে। তবে এসব অনুষ্ঠানের মান নিয়ে উঠেছে নানান প্রশ্ন ও সমালোচনা। সম্প্রতি এক অ্যাওয়ার্ড শোতে মডেলদের পোশাক নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। শুধু মডেল নয়, এসব ‘ভুঁইফোড়’ অ্যাওয়ার্ড আয়োজন নিয়েও নিন্দার ঝড় বইছে ফেসবুকে।

শোবিজ অঙ্গনের প্রথম সারির তারকারাও এ বিষয়ে মুখ খুলছেন। চিত্রনায়ক ওমর সানীর পর এবার খোলাখুলি প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা।

পূর্ণিমা বলেন, ‘আমাকেও অ্যাওয়ার্ড নিতে বলে। আমি জিজ্ঞেস করি, কোন কাজের জন্য দেবেন? তারা বলে এমনি।

এমনি আবার অ্যাওয়ার্ড কেন দেবেন? আমাকে উপস্থাপনা করতেও বলে। অথচ যাদের এসব অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, তাদের নামই প্রথম শুনলাম। কাউকেই চিনলাম না। কী কারণে, কোন কাজের জন্য অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে কিছুই জানি না।

এখানে ফেমাস কেউ নেই। তাই আমাকে ডাকলেই আমি যাই না।’
এদিকে, ভালো গল্প ও চরিত্র পেলে আবারও নিয়মিত অভিনয়ে ফেরার ইচ্ছার কথা জানান পূর্ণিমা। বিশেষ করে ওটিটি প্ল্যাটফরমে কাজ করতে আগ্রহী তিনি। তবে সেখানে ‘সিন্ডিকেট’ থাকার অভিযোগও তুললেন এ তারকা।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য