সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeঅপরাধসিটিটিসি কর্তৃক প্রতারণা মামলার এক প্রতারক গ্রেফতার

সিটিটিসি কর্তৃক প্রতারণা মামলার এক প্রতারক গ্রেফতার

অনলাইন ডেস্ক: রাজধানীর রমনা থানাধীন মগবাজার ওয়্যারলেস এলাকায় অভিযান পরিচালনা করে মো: নুর উদ্দিন ওরফে জাহাঙ্গীর (৩৭) কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

বুধবার (১৭ সেপ্টেম্বর, ২০২৫) বিকাল আনুমানিক ১৬:৩৫ ঘটিকায় ডিএমপি রমনা থানাধীন মগবাজার ওয়্যারলেস এলাকার ১৯, সেলিনা পারভীন রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোঃ আব্দুল হাই (৫১) একজন ব্যবসায়ী। গত (২ অক্টোবর, ২০২৩) তারিখে বিকাল আনুমানিক ৩:৪৫ মিনিটে বাসায় থাকাকালীন অজ্ঞাতনামা এক ব্যক্তির ফোন পান। ফোনকারী নিজেকে ব্যাংকের প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে আব্দুল হাইয়ের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড এবংইষ্টার্ণ ব্যাংকের ক্রেডিট কার্ড আপগ্রেড করার কথা বলে তার কার্ড নম্বর দাবি করে। ভুক্তভোগী তাকে বিশ্বাস করে কার্ডের তথ্য প্রদান করেন। এরপর প্রতারক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে ম্যাসেজ পাঠিয়ে পিনকোড সংগ্রহ করে এবং বিকাশের মাধ্যমে প্রথম দুটি কার্ড থেকে দুইটি পঞ্চাশ হাজার টাকার ট্রাঞ্জেকশনে ১ লক্ষ টাকা হাতিয়ে নেয়।পরবর্তীতে ইষ্টার্ণ ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে একই প্রক্রিয়ায় ১০টি ট্রানজেকশনের মাধ্যমে প্রতিবার ৫০,০০০ টাকা করে মোট ৫,০০,০০০ টাকা আত্মসাৎ করে। সর্বমোট তিনটি কার্ড থেকে ৬,০০,০০০ (ছয় লক্ষ) টাকা প্রতারণার মাধ্যমে নেওয়া হয়। পরে (৩ অক্টোবর, ২০২৩) ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পল্টন মডেল থানায় একটি মামলা রুজু হয়।পরবর্তীতে মামলাটির তদন্তভার সিটিটিসির ওপর অর্পণ করা হয়। তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় ১৭ই সেপ্টেম্বর নুর উদ্দিনকে সনাক্ত করে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য