সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeশিল্প-সাহিত্যজুলাই বিপ্লবের পক্ষের শক্তিগুলোর ঐক্যের আহ্বান মুক্তিসরণি’র

জুলাই বিপ্লবের পক্ষের শক্তিগুলোর ঐক্যের আহ্বান মুক্তিসরণি’র

অনলাইন ডেস্ক: জুলাই বিপ্লবের চেতনায় বিশ্বাসী সকল রাজনৈতিক, সাংস্কৃতিক ও নাগরিক শক্তির মধ্যে ঐক্য সুসংহত করার আহ্বান জানিয়েছে দেশের প্রতিশ্রুতিশীল সাহিত্য সংগঠন মুক্তিসরণি সাহিত্য সংঘ। সম্প্রতি সংগঠনটির সাধারণ সম্পাদক মেহেদী সম্রাট স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি, লেখক, সমাজকর্মী ও আইনজীবী আমিনুল ইসলাম মামুন বলেন, ন্যায়বিচার, মানবাধিকার ও অর্থনৈতিক সাম্যের প্রশ্নগুলো আজ নতুন করে সামনে এসেছে। জুলাই বিপ্লব ছিল এই প্রশ্নগুলোরই দীপ্ত উচ্চারণ। তাই এখন সময় এসেছে নীতিনিষ্ঠ ও প্রগতিশীল শক্তিগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও সংলাপ গড়ে তোলার।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, ইতিহাসে যে স্বপ্ন অসম্পূর্ণ থাকে, তা ভবিষ্যতের সংগ্রামে বাস্তবায়িত হয়। মুক্তিসরণি সাহিত্য সংঘ সেই ইতিহাসের উত্তরাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে প্রস্তুত।

সংগঠনের সাধারণ সম্পাদক, সাংবাদিক ও লেখক মেহেদী সম্রাট বিবৃতিতে বলেন, জুলাই বিপ্লব শুধু একটি ঐতিহাসিক মুহূর্ত নয়, এটি ছিল জনমুখী, বৈষম্যবিরোধী ও ন্যায়ভিত্তিক রাজনীতির এক সাহসী প্রকাশ। আজকের সংকটময় সময়ে সেই চেতনায় বিশ্বাসী সব পক্ষের মধ্যে দ্বিধা ও দূরত্ব দূর করে সম্মিলিতভাবে কাজ করাই সময়ের দাবি।

তিনি আরও বলেন, গোঁড়ামি, দমননীতি ও রাজনৈতিক স্থবিরতার বিরুদ্ধে দাঁড়াতে হলে সাহিত্যের শক্তিকে কাজে লাগানো জরুরি। মুক্তিকামী ও ন্যায়নিষ্ঠ শক্তিগুলোর মধ্যে সংহতি ছাড়া সামনে এগোনো সম্ভব নয়।

মুক্তিসরণি সাহিত্য সংঘ মনে করে, জুলাই বিপ্লব কোনো দলীয় সম্পত্তি নয়। এটি সকল ন্যায়-সচেতন মানুষের যৌথ রাজনৈতিক ও নৈতিক উত্তরাধিকার। এই উত্তরাধিকার রক্ষায় এবং সময়োপযোগী নতুন সংহতি গড়ে তুলতে সংগঠনটি সকল পক্ষকে আন্তরিক সংলাপ ও সম্মিলিত উদ্যোগের পথে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য