সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeরাজনীতিঅভিন্ন দাবিতে জামায়াতসহ ৭ দলের আন্দোলন শুরু আজ

অভিন্ন দাবিতে জামায়াতসহ ৭ দলের আন্দোলন শুরু আজ

অনলাইন ডেস্ক : জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন দাবিতে আজ বৃহস্পতিবার তিন দিনের আন্দোলন কর্মসূচি পালন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সাতটি দল। অন্য দলগুলো হচ্ছে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

দলগুলোর মধ্যে সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা)। খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিস সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতির পক্ষে। নেজামে ইসলাম পার্টি পিআর পদ্ধতির বিপক্ষে।

জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি বাংলাদেশ খেলাফত আন্দোলন বাদে অন্য ছয়টি দলের। অভিন্ন দাবিগুলোর বাইরে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের দাবি রয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের। দলগুলো আজ রাজধানীতে, আগামীকাল বিভাগীয় শহরগুলোতে এবং আগামী ২৬ সেপ্টেম্বর দেশব্যাপী জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল করতে যাচ্ছে।

গতকাল বুধবার দুপুরে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস তাদের কর্মসূচি ঘোষণা করে। গত রবিবার কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ খেলাফত মজলিস। আর গত মঙ্গলবার নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ খেলাফত আন্দোলন কর্মসূচি ঘোষণা করে।

এর আগে জামায়াতে ইসলামী জানায়, বিসিএস পরীক্ষার বিষয়টি আমলে নিয়ে বৃহস্পতিবার ও শুক্রবারের কর্মসূচি বিকেলে পালন করা হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তরে গেটে তাদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। মিছিলে নেতৃত্ব দেবেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই।

বাংলাদেশ খেলাফত আন্দোলন জানিয়েছে, আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য