সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeস্বাস্থ্যঅন্যান্যBlack Out (চিত্তভ্রম): শ্যামল মওলা–নওশাবা–দোয়েল, একসাথে ঝড় তুলতে আসছে!

Black Out (চিত্তভ্রম): শ্যামল মওলা–নওশাবা–দোয়েল, একসাথে ঝড় তুলতে আসছে!

নিজস্ব প্রতিবেদক: মনস্তাত্ত্বিক থ্রিলার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র Black Out (চিত্তভ্রম)-এর শুটিং সফলভাবে সমাপ্ত হয়েছে। ৯ সেপ্টেম্বর ভোরে শেষ হয়েছে ছবিটির শুটিং। চলচ্চিত্রটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় তরুণ নির্মাতা পুলক রাজ। তিনি জানান,“এই গল্পে রহস্যময়তা ও মানসিক উত্তেজনার দৃশ্যগুলো ভিজ্যুয়াল স্টোরিটেলিং-এর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।”

সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের শিক্ষার্থী ডিওপি ইমরুল হাসান বলেন, “প্রতিটি ফ্রেমে আলো, ছায়া ও প্রতীকী ভাষার মাধ্যমে চরিত্রের মানসিক অবস্থা প্রকাশ করার চেষ্টা করেছি।”

চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্র “জবা”-র অভিনয় করেছেন দিলরুবা হোসেন দোয়েল। তিনি জানান, “জবা একটি জটিল চরিত্র। তার ভেতরে দুঃখ, টানাপোড়েন ও টিকে থাকার লড়াই রয়েছে। চরিত্রটিতে ডুবে গিয়ে অভিনয় করতে হয়েছে, যা আমার জন্য আলাদা অভিজ্ঞতা।”

মওলার স্ত্রী শক্তিশালী চরিত্র  “হৈম”-র চরিত্রে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ। তার ভাষ্য, “চিত্তভ্রম কেবল একটি সিনেমা নয়—এটি মানুষের ভেতরের অন্ধকার ও আলোর লড়াইকে একসাথে তুলে ধরে। প্রতিটি চরিত্র দর্শকের মনে আলোড়ন তুলবে। আমি বিশ্বাস করি, এই চলচ্চিত্র আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।” প্রধান চরিত্র মওলা-র ভূমিকায় অভিনয় করেছেন শ্যামল মওলা। তিনি বলেন, “মওলার চরিত্র মানসিকভাবে বেশ চ্যালেঞ্জিং ছিল। প্রতিটি দৃশ্যে তার ভেতরের দ্বন্দ্ব, অপরাধবোধ ও পাপের ভয়ের প্রকাশ ঘটাতে হয়েছে। দর্শকরা রাজের মানসিক ভ্রমে জড়িয়ে পড়বেন, সেটাই আমার লক্ষ্য।”

এছাড়াও, চলচ্চিত্রে অভিনয় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। নির্মাতা জানিয়েছেন, শুটিং সমাপ্তির পর বর্তমানে পোস্ট-প্রোডাকশন কাজ শুরু হয়েছে, যা চলচ্চিত্রটিকে আরও সম্পূর্ণ রূপ দেবে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য