দৈনিক আর নিউজ:এশিয়া কাপে ভারত-পাকিস্তানের মহারণ ঘিরে দুবাই পুলিশের পক্ষ থেকে সমর্থকদের জন্য কঠোর সতর্কবার্তা জারি করা হয়েছে। আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচকে ঘিরে উত্তেজনা চরমে পৌঁছালেও, কর্তৃপক্ষ জানিয়েছে মাঠে কোনোভাবেই সহিংসতা, গালিগালাজ বা বর্ণবিদ্বেষমূলক আচরণ বরদাস্ত করা হবে না।
দুবাই পুলিশের ইভেন্টস সিকিউরিটি কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল সাইফ মুহাইর আল মাজরুই জানিয়েছেন, নিয়ম ভঙ্গকারীরা এক থেকে তিন মাস পর্যন্ত কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার থেকে ৩০ হাজার দিরহাম জরিমানার মুখোমুখি হবেন। পাকিস্তানি মুদ্রায় যা প্রায় ৭.৫ লাখ থেকে ২৩ লাখ রুপির সমান।
