সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeসারাদেশআশুগঞ্জে কালনী এক্সপ্রেস ট্রেনের তিন বগি বিচ্ছিন্ন

আশুগঞ্জে কালনী এক্সপ্রেস ট্রেনের তিন বগি বিচ্ছিন্ন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহরে আন্তঃনগর কালনী এক্সপ্রেসের কাপলিং ভেঙে ট্রেনটির পেছনের দিকে ৩টি বগি বিচ্ছিন্ন হয়ে গেছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তালশহর রেলওয়ে স্টেশন ইয়ার্ডে এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. সাকির জাহান জানান, সিলেট থেকে আসা ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে নির্ধারিত যাত্রাবিরতি শেষে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর তালশহর রেলওয়ে স্টেশনের ইয়ার্ডের কাছে ট্রেনটির কাপলিং ভেঙে পেছনের দিকে ৩টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
বর্তমানে ট্রেনটি স্টেশন ইয়ার্ডেই আছে। কাপলিং মেরামতের জন্য রেলের কারিগরি টিমকে খবর দেওয়া হয়েছে।
এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য