সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeশিক্ষাক্যাম্পাসফজিলাতুন্নেসা হলে ভোট গ্রহণ শুরু

ফজিলাতুন্নেসা হলে ভোট গ্রহণ শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে ২ ঘণ্টা বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে ভোট গ্রহণ কার্যক্রম।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে এই ভোটগ্রহণ কার্যক্রম পুনরায় শুরু হয়।

এর আগে, বেলা ১১টার দিকে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদী হাসান মেয়েদের এই হলে প্রবেশ করলে বিতর্কের সৃষ্টি হয়। পরে কর্তৃপক্ষ ভোট গ্রহণ বন্ধ করে দেয়। অভিযোগ ওঠে, অনুমতি ব্যতিত মেয়েদের হলে প্রবেশ করে ছাত্রদল সমর্থিত এই ভিপি প্রার্থী।

এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে সাদি বলেন, আমি এখানে একজন শিক্ষকের সাথে এসেছিলাম। তার অনুমতি সাপেক্ষেই ছিলাম। সকাল ১০টার দিকে মীর মশাররফ হোসেন হলে ভোট দেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদী হাসান এবং ছাত্রশিবির সমর্থিত আরিফ উল্লাহ আদিব।

এসময় ছাত্রদলের প্রার্থী প্রশাসনের বিরুদ্ধে একটি ছাত্র সংগঠনের প্রার্থীকে সুযোগ সুবিধা দেয়ার অভিযোগ করেন। কাউকে জেতানোর জন্য অতিরিক্ত ব্যালেট পেপার ছাপানোর অভিযোগও করেন তিনি।

তবে সাধারন শিক্ষার্থীদের ওপর আস্থা রাখতে চান ছাত্রশিবিরের প্রার্থী। জয়ের ব্যাপারে আশাবাদও প্রকাশ করেন আদিব। নিয়মভঙ্গ করে সাবেক শিক্ষার্থীরা ক্যাম্পাসে আনাগোনা করার বিষয়ে কমিশনে অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি বলে দাবি করেন শিবির সমর্থিত এই ভিপি প্রার্থী।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য