সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeবিনোদনঅমিত হাসানের সঙ্গে জুটি বাঁধলেন মেহজাবীন

অমিত হাসানের সঙ্গে জুটি বাঁধলেন মেহজাবীন

স্টেজ শো নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন আমেরিকা প্রবাসী কণ্ঠশিল্পী মেহজাবীন মেহা। বিদেশের মাটিতে দেশ ও বিদেশের খ্যাতিসম্পন্ন শিল্পীদের সঙ্গে নিয়মিত মঞ্চে গাইছেন এই কণ্ঠশিল্পী। বর্তমানে স্টেজ শো ঘিরেই তার সব ব্যস্ততা।

সম্প্রতি ওমেনস ফ‍্যাশনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে নিউইয়র্কে চিত্রনায়ক অমিত হাসানের সঙ্গে একসঙ্গে পারফর্ম করেন মেহা। নাচ-গানে দর্শক মাতিয়ে রাখেন তিনি। তার গানের সঙ্গে মঞ্চে পারফর্ম করেন অমিত হাসান।

মেহজাবীন মেহা বলেন, প্রথমবারের মতো অমিত হাসান ভাইয়ের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করে বেশ ভালো লাগছে। ওমেনস ফ‍্যাশন আমার নিজের প্রতিষ্ঠান। বিদেশের মাটিতে গানের পাশাপাশি ব্যবসা করি। সবার কাছে দোয়া চাই যেন আমার প্রতিষ্ঠানটি আরো এগিয়ে নিয়ে যেতে পারি।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য