সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeবিশ্বপাকিস্তানগাজায় যুদ্ধবিরতির আহ্বান ঢাকার

গাজায় যুদ্ধবিরতির আহ্বান ঢাকার

 

পররাষ্ট্র উপদেষ্টা মো. তোহিদ হোসেন গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি, ইসরায়েলের নৃশংসতার জন্য জবাবদিহি নিশ্চিত করা এবং অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোগো
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ সফররত ফিলিস্তিনের প্রধান বিচারপতি ড. মাহমুদ সিদকি আল-হাব্বাশ তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। বুধবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে তোহিদ হোসেন ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের অবিচল সংহতি পুনর্ব্যক্ত করেন এবং ১৯৬৭ সালের সীমারেখার ভিত্তিতে দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে বাংলাদেশের দৃঢ় সমর্থনের কথা পুনরায় উল্লেখ করেন।

ফিলিস্তিনের প্রধান বিচারপতি ড. আল-হাব্বাশ বাংলাদেশ সরকারের নেতৃত্ব এবং জনগণের দীর্ঘদিনের সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এ বিষয়ে মুসলিম বিশ্বের ঐক্য জোরদারের প্রয়োজনীয়তাও তুলে ধরেন।

ড. আল-হাব্বাশ তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন। তিনি বাংলাদেশ প্রধান বিচারপতির আমন্ত্রণে এ সফর করছেন।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য