সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeবিশ্বইউরোপইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

আগামী ৩০ আগস্ট নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বৃহস্পতিবার (২১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, অনানুষ্ঠানিকভাবে ইতালির পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রধানমন্ত্রী মেলোনি আপাতত বাংলাদেশ সফরে আসছেন না। তবে সফর স্থগিতের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

কূটনৈতিক মহলের ধারণা, ইউক্রেন যুদ্ধকে ঘিরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে চলমান আলোচনায় ন্যাটোর অন্যতম শীর্ষ নেতা হিসেবে ব্যস্ত সময় পার করছেন মেলোনি। এ কারণে তার ঢাকা সফর স্থগিত হয়েছে।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ৩০ আগস্ট ঢাকায় এসে ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করার কথা ছিল তার। এ বৈঠকে নিরাপদ অভিবাসন, মানব পাচার প্রতিরোধ, বাণিজ্য ও বিনিয়োগসহ মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি বিষয়ক সমঝোতা স্মারক বাস্তবায়নের দিকনির্দেশনা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য