সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeজাতীয়নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে নানা অপচেষ্টা চলছে: তারেক রহমান

নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে নানা অপচেষ্টা চলছে: তারেক রহমান

আগামী জাতীয় নির্বাচনে বিএনপির সম্ভাব্য বিজয় ঠেকাতে বিভিন্ন ষড়যন্ত্র ও অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এসব পরিস্থিতিতে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ এবং সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, “আজকের বাংলাদেশে অনেকে বিশ্বাস করেন, সুষ্ঠু নির্বাচন হলে জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে। তাই কেউ কেউ অপকৌশল আর শর্তের বেড়াজালে ফেলে বিএনপির বিজয় রুখতে চাইছেন। তাদের উদ্দেশে বলতে চাই— রাজনীতিকে রাজনীতির মাধ্যমেই মোকাবিলা করুন, জনগণের শক্তির প্রতি আস্থা রাখুন।”

তিনি অভিযোগ করেন, অতীতে পলাতক স্বৈরশাসক নির্বাচনী প্রক্রিয়া ধ্বংস করে অন্তর্ঘাতমূলক রাজনীতি চালু করেছিল। অথচ আশ্চর্যের বিষয় হলো, বর্তমানে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে কিছু রাজনৈতিক ব্যক্তি ও গোষ্ঠীর আচরণেও একই প্রবণতা দেখা যাচ্ছে।

প্রস্তাবিত পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে তিনি বলেন, “বাংলাদেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় পিআর পদ্ধতি এখনো উপযুক্ত নয়। জনগণের অধিকার আছে জানার— কাকে তারা ভোট দিচ্ছে এবং কাকে সংসদে পাঠাচ্ছে। তাই রাজনৈতিক দল বা ব্যক্তিকে জনগণের মুখোমুখি হয়েই তাদের আস্থা অর্জন করতে হবে।”

তারেক রহমান আরও বলেন, ভিন্নমত গণতন্ত্রের সৌন্দর্য হলেও কিছু রাজনৈতিক দল ইচ্ছাকৃতভাবে নির্বাচনের পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছে। এতে গণতন্ত্রের উত্তরণের পথ বাধাগ্রস্ত হচ্ছে এবং পরাজিত শক্তির পুনর্বাসনের সুযোগ সৃষ্টি হচ্ছে।

আসন্ন ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় নির্বাচনকে “নিরাপদ বাংলাদেশ গড়ার বিশাল সুযোগ” উল্লেখ করে হিন্দু সম্প্রদায়ের প্রতি বিএনপির সমর্থন কামনা করেন তিনি। বলেন, “রাষ্ট্র সবার, ধর্ম যার যার। নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”

তিনি উল্লেখ করেন, অতীতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ও লোভই বেশি কাজ করেছে, ধর্ম নয়। তাই ভবিষ্যতে যাতে কোনো ধরনের হামলা বা অবিচার না ঘটে, সেটি রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সঞ্চালনা করেন ধর্মবিষয়ক সহ-সম্পাদক অমলেন্দু দাস অপু। এ সময় বিএনপির স্থায়ী কমিটি, উপদেষ্টা পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টসহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য