সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeজাতীয়তারেক রহমান: নির্বাচন নিয়ে কিছু নেতার বক্তব্য জনমনে প্রশ্ন তুলেছে

তারেক রহমান: নির্বাচন নিয়ে কিছু নেতার বক্তব্য জনমনে প্রশ্ন তুলেছে

জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে দেওয়া কিছু বক্তব্য জনমনে সন্দেহের সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর জনগণ এবার নির্ভয়ে ও নিরাপদে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। তবে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠান নিয়ে আন্দোলনরত কিছু রাজনৈতিক দলের নেতাদের মন্তব্য গণতন্ত্রকামী মানুষের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

তিনি সতর্ক করে বলেন, গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট চক্রের পুনঃপ্রবেশের সুযোগ তৈরি হবে। শুধু লিখিত বিধান দিয়ে ফ্যাসিবাদ রুখে দেওয়া সম্ভব নয়; এর জন্য জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করাই একমাত্র উপায়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মতে, সরাসরি ভোটাধিকার চর্চার মাধ্যমেই জনগণ রাষ্ট্র ও রাজনীতিতে শক্তিশালী হয়ে উঠতে পারে। জনগণ রাজনৈতিকভাবে শক্তিশালী না হলে রাষ্ট্র ও সরকারও শক্তিশালী হয় না। তিনি আরও বলেন, যদি নানা শর্ত আরোপ করে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি করা হয়, তবে গণতন্ত্রের অগ্রযাত্রা সংকটে পড়বে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক রাজিব আহসান। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদসহ দলের বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং গুম ও নিহত নেতাদের স্বজনেরা।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য