সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeবিনোদনবিচ্ছেদের পর কাজ থেকে বিরতি, এখনো চিকিৎসা নিচ্ছেন ফারিয়া

বিচ্ছেদের পর কাজ থেকে বিরতি, এখনো চিকিৎসা নিচ্ছেন ফারিয়া

দীর্ঘ এক দশকের প্রেমের সম্পর্কের পর বিচ্ছেদের সিদ্ধান্ত- জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোর একটি ছিল এটি, বললেন নুসরাত ফারিয়া। ২০২০ সালের মার্চে প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে ধুমধাম করে বাগদান সারলেও, কিছুদিন পরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন এই জনপ্রিয় অভিনেত্রী। সে সময় ফারিয়া লিখেছিলেন, “আমরা তিন বছর আগে বাগ্‌দানের ঘোষণা করেছিলাম। অনেক ভেবে আমি ও রনি আমাদের ৯ বছরের সম্পর্কের ইতি টানছি। আমাদের মধ্যে যে বোঝাপড়া ও বন্ধুত্ব ছিল, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ফারিয়া জানান, বাগদান ভাঙার সিদ্ধান্ত নেওয়া ছিল অত্যন্ত কঠিন। তার ভাষায়, “মা-বাবা আর রনি- এই ছিল আমার পৃথিবী। ওকে ছাড়া আর কিছু ভাবতে পারতাম না। ছোটবেলা থেকে আমাদের সম্পর্ক। একসঙ্গে থাকা, সময় কাটানো- এসবের সঙ্গে অভ্যস্ত হয়ে পড়েছিলাম। তাই রনির সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত ছিল আমার কাছে বড় বিষয়।”

প্রায় চার বছর সময় নিয়ে বিষয়টি প্রকাশের সাহস জোগাড় করেছেন তিনি। “১০ বছর অনেক বড় সময়,” বললেন ফারিয়া, “এত দিনের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে মনের জোর লাগে। কীভাবে বলব বুঝতে পারছিলাম না। রনি জানতে চেয়েছিল একসঙ্গে থাকতে চাই কি না, কিন্তু আমাদের সম্পর্কের কোনো ভবিষ্যৎ ছিল না।”

সম্পর্ক ছিন্ন হওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ফারিয়া। তিনি জানান, মানসিক অবসাদের কারণে টানা তিন মাস কাজ থেকে বিরতি নিতে হয় তাকে। “এখনও অবসাদ কাটানোর জন্য ওষুধ খাচ্ছি,” বলেন তিনি, “পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।”

এদিকে সম্প্রতি এক বিতর্কিত ঘটনায় একদিনের জন্য জেল হেফাজতে থাকতে হয়েছে নুসরাত ফারিয়াকে। তবে ধীরে ধীরে তিনি পুরোনো ছন্দে ফিরছেন- কাজে মন দিচ্ছেন, সামলে নিচ্ছেন নিজেকে। ব্যক্তিগত জীবনের এই কঠিন অধ্যায় পার করে সামনে দৃঢ়ভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয়ই এখন তার মূল লক্ষ্য।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য