Site icon Daily R News

কর্মীকে বাঁচাতে গিয়ে ব্যবসায়ীকে হত্যা, আটক ৩

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালীগঞ্জে কর্মীকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক ব্যবসায়ী। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে পৌরসভা কার্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ এ ঘটনায় বালীগাঁও এলাকার মোহাম্মদ স্বপন মিয়া (৫৫), তার স্ত্রী মাজেদা খাতুন (৪৫) ও ছেলে মাসুম মিয়াকে (২৮) আটক করেছে।

নিহত লিটন চন্দ্র ঘোষ ওরফে কালি (৫৫) উপজেলার চান্দাইয়া এলাকার নির্মল চন্দ্র ঘোষ ওরফে কালুর ছেলে।নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে মাসুম মিয়া ওই হোটেলে যান। একপর্যায়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানকর্মী অনন্ত দাসের (১৭) সঙ্গে তার কথা-কাটাকাটি হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। ওই সময় মাসুমের বাবা-মা ঘটনাস্থলে এসে মারামারিতে জড়িয়ে পড়েন।

পরিস্থিতি শান্ত করতে হোটেল মালিক কালি ঘোষ এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। একপর্যায়ে বেলচা দিয়ে কালি ঘোষের মাথায় আঘাত করা হলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং মারা যান।

ঘটনার পর স্থানীয় লোকজন ওই তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। কালীগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

Exit mobile version