Site icon Daily R News

স্ত্রীর অভিযোগে স্বামী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: ফরিদপুরের নগরকান্দায় স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মো. মাহফুজ সরকার (৪০) নামে সাবেক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) গভীর রাতে উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাহফুজ সরকার গাইবান্ধার সাঘাটা উপজেলার ডিমলা পদুম শহরের মো. নুরুন্নবী সরকারের ছেলে।

ভুক্তভোগীর অভিযোগ, প্রায় দেড় বছর ফেসবুকে প্রেমের সম্পর্কের পর ২০২০ সালের ৮ জুন ইসলামী শরিয়াহ মোতাবেক তাদের বিয়ে হয়।

তাদের সংসারে ২৩ মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের আনুমানিক তিন বছর পর মাহফুজ সরকার প্রবাসে পাড়ি জমান। এরপর থেকেই দাম্পত্য কলহ শুরু হয়।

অভিযোগে বলা হয়, প্রবাসে থাকাকালীন মাহফুজ সরকার তার মুঠোফোনে ধারণ করা স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও বিভিন্ন ব্যক্তির ফেসবুক মেসেঞ্জারে পাঠাতে থাকেন।

এতে সম্পর্কের চরম অবনতি হলে ভুক্তভোগী তাকে ডিভোর্স দেন। ডিভোর্সের পর গত বছরের ১০ নভেম্বর মাহফুজ সরকার দেশে ফিরে সাবেক স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন।

একপর্যায়ে স্ত্রী তাকে ডিভোর্সের বিষয়টি জানালে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। এরপর গত ১৪ জানুয়ারি বিকেলে ভুক্তভোগীর বাবার বাড়িতে গিয়ে হুমকি দেন ও মারধর করেন বলে অভিযোগ ওঠে।

এ সময় ভুক্তভোগী জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাহফুজ সরকারকে আটক করে।

পরবর্তীতে ভুক্তভোগী বাদী হয়ে নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদ জানান, ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Exit mobile version