Site icon Daily R News

জাতীয় সংসদ নির্বাচন পরে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণের দাবি শিক্ষার্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচন পরে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

১৬ জানুয়ারী(২০২৬), শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে এক বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা এ দাবি জানান।

শিক্ষার্থীদের প্লাটফর্ম “চাকরি প্রত‍্যাশী শিক্ষার্থীবৃন্দ” ব্যানারে ‘সকল চাকরিতে মেধা ভিত্তিক নিয়োগে নাম্বার সহ ফলাফল প্রকাশ,বাংলাদেশ সরকারি কর্ম কমিশন( পিএসসি)পরিচালনায় সীমাহীন ব‍্যর্থতার দায়ে পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম কমিশনের পদত্যাগ,পিএসসি’র গুণগত সংস্কার,জাতীয় সংসদ নির্বাচন পরে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণ, নন- ক্যাডার বিধিমালা সংশোধন এবং প্রশ্নফাঁস রোধের দাবি’তে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ।

বিক্ষোভ সমাবেশের শুরুতে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থীরা জড়ো হন ।সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এসে বিক্ষোভ সমাবেশ করেন ।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী ও বিসিএস পরীক্ষার্থী জালাল আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন মোজাম্মেল হক মিয়াজী, জুলাইযোদ্ধা আমানুল্লাহ ফারাবী,জুলাইযোদ্ধা জীবন আহমেদ, সজিব,সাদিকুজ্জামান সাদিক,এনামুল হক জমিদার প্রমুখ ।

ঐতিহাসিক ২০১৮ এবং ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের আইন ও আদালত সেলের প্রধান সমন্বয়ক জালাল আহমদ বলেন,”আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ব্যবস্থা করলে শিক্ষার্থীদের সুবিধা হবে । তরুণ প্রজন্ম বহুদিন পর জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে ।তাই আমরা এই নির্বাচন উপভোগ করতে চাই ।

এ সময় তিনি সকল চাকরিতে মেধা ভিত্তিক নিয়োগে নাম্বার সহ ফলাফল প্রকাশ,বাংলাদেশ সরকারি কর্ম কমিশন( পিএসসি)পরিচালনায় সীমাহীন ব‍্যর্থতার দায়ে পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম কমিশনের পদত্যাগ,পিএসসি’র গুণগত সংস্কার,নন- ক্যাডার বিধিমালা সংশোধন এবং প্রশ্নফাঁস রোধের দাবি জানান ।

Exit mobile version