Site icon Daily R News

লেবার পার্টির চেয়ারম্যান ডা. ইরানের মনোনয়ন বৈধ ঘোষণা

ডেস্ক রিপোর্ট: ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ও আনারস প্রতীকের প্রার্থী ডা. মোস্তাফিজুর রহমান ইরানের দাখিল করা মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন দায়ের করা আপিল মঞ্জুর করেন। আপিল শুনানি পরিচালনা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁই।

মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, “আমি ন্যায়বিচার পেয়েছি। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি।” তিনি ঝালকাঠি-১ আসনের রাজাপুর ও কাঁঠালিয়ার সর্বস্তরের জনগণের কাছে দোয়া, আনারস প্রতীকে ভোট ও সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হলে নিরাপদ রাজাপুর-কাঁঠালিয়া গড়ে তুলব। কোনো অন্যায় কাজে সহযোগিতা করব না। ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখব।”

উল্লেখ্য, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে ঝালকাঠি-১ আসনে ডা. ইরানের নির্বাচনী কার্যক্রমে আর কোনো আইনগত বাধা রইল না।

Exit mobile version