Site icon Daily R News

মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে ইরানের তরুণ বিক্ষোভকারীর

অনলাইন ডেস্ক: ইরানে ২৬ বছর বয়সী তরুণ এরফান সোলতানির বুধবার যেকোনো সময় মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পারে বলে জানা গেছে। গত বৃহস্পতিবার গ্রেপ্তারের পর দ্রুত বিচার, দোষী সাব্যস্ত ও সাজা ঘোষণার মাধ্যমে তাকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।

এরফান সোলতানিকে তেহরানের উত্তর-পশ্চিম উপকণ্ঠের শহর কারাজ থেকে গ্রেপ্তার করা হয়। দেশজুড়ে চলমান বিক্ষোভ যখন চরমে, ঠিক সেই সময় এবং ইন্টারনেট বন্ধ করে দেওয়ার আগমুহূর্তে তাকে আটক করা হয়।

গত সপ্তাহে গ্রেপ্তার হওয়া হাজারো বিক্ষোভকারীর একজন তিনি।
মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তার ঘটনাটি বিশেষভাবে তুলে ধরেছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ইরানি কর্তৃপক্ষ ভিন্নমত দমন ও প্রতিবাদ নিরুৎসাহিত করতে আবারও দ্রুত বিচার ও খামখেয়ালি মৃত্যুদণ্ডের পথ বেছে নিতে পারে এ নিয়ে গভীর উদ্বেগ রয়েছে।

অ্যামনেস্টির সংগৃহীত তথ্য অনুযায়ী, ১১ জানুয়ারি একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ইরানি কর্মকর্তারা এরফান সোলতানির পরিবারকে জানিয়েছেন যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

এর আগে ৮ জানুয়ারি গণবিক্ষোভ ও সরকারের ইন্টারনেট বন্ধের মধ্যে পরিবারের সদস্যদের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সোলতানির বিরুদ্ধে সঠিক অভিযোগ তাৎক্ষণিকভাবে স্পষ্ট ছিল না।

মানবাধিকার পর্যবেক্ষকদের তথ্য অনুযায়ী, চীনের পর বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান। নরওয়ে-ভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস জানিয়েছে, গত বছর দেশটিতে অন্তত ১ হাজার ৫০০ জনের ফাঁসি কার্যকর করা হয়েছে।

সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ চলছে ইরানে। মূল্যস্ফীতি ও আর্থিক দুরবস্থার প্রতিবাদে এ বিক্ষোভ শুরু হলেও দ্রুত তা রাজনৈতিক রূপ নেয়। গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া এ বিক্ষোভ এরই মধ্যে দেশটির বড় অংশজুড়ে ছড়িয়ে পড়েছে।

এদিকে ইরানে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ২ হাজার ৫৭১–এ দাঁড়িয়েছে। তাদের মধ্যে ১২টি শিশুও রয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন ‘হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি’ আজ বুধবার ভোরে নিহতের এ সংখ্যা জানায়। তাদের পক্ষ থেকে বলা হয়, হাতে থাকা তথ্যানুযায়ী, নিহত ব্যক্তিদের মধ্যে ২ হাজার ৪০৩ জন বিক্ষোভকারী ও ১৪৭ জন সরকারসংশ্লিষ্ট বাহিনীর (আইনশৃঙ্খলা রক্ষাকারী) সদস্য। নিহত ব্যক্তিদের মধ্যে ১২টি শিশুও রয়েছে। এ ছাড়া এমন ৯ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন; যাঁরা বিক্ষোভে অংশ নেননি। বিক্ষোভের মধ্যে ১৮ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে। সূত্র : দ্য গার্ডিয়ান

Exit mobile version