অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাসরুটগুলোয় সন্ধ্যার পর নতুন ট্রিপ সংযোজন করে সান্ধ্যকালীন বাস চালু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
আজ সোমবার (১২ জানুয়ারি) ঢাবির ভিসি চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ।
পরে ফিতা কেটে সান্ধ্যকালীন ট্রিপের উদ্বোধন করেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম।
এসময় সাদিক কায়েম বলেন, ‘বাসরুটে নতুন বাস অন্তর্ভুক্তকরণ, কুমিল্লা পর্যন্ত বাস চালু ও ঢাকার আশপাশের জেলাগুলোয় বাস সার্ভিস দেওয়াসহ শিক্ষার্থীদের যত দাবি আছে, সবগুলো দাবি আমরা বাস্তবায়ন করার চেষ্টা চালাচ্ছি।
শিক্ষার্থীদের যত সমস্যা আছে সব সমস্যা নিয়ে আমরা কাজ করছি। ডাকসুর এজিএস মু. মহিউদ্দিন খান বলেন,শুধু পরিবহন সেক্টরেই না, বরং প্রতিটি সেক্টরের সমস্যা সমাধানে আমরা কাজ করব।’
পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, ‘আমরা শনিবারে বাস ট্রিপ চালু করার চেষ্টা করছি। এ ছাড়া প্রতিটি রুটে বাস বাড়ানো এবং নতুন বাস আনার ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
বাসরুটের সভাপতি ফাহমিদা হক বলেন, ‘সন্ধ্যার পরে ক্যাম্পাসে বিভিন্ন বিভাগের প্রোগ্রাম, ক্লাবের প্রোগ্রাম ইত্যাদি থাকে। কিন্তু বাস না থাকায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে থাকতে পারতো না। সান্ধ্যকালীন এই বাস চালু হওয়ায় আবাসিক শিক্ষার্থীরা উপকৃত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর এজিএস মহিউদ্দিন খান, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা, কার্যনির্বাহী সদস্য মিফতাহুল হোসাইন মারুফ, আনাস ইবনে মুনির, বেলাল হোসাইন অপু, শাহিনুর রহমান ও তাজিনুর রহমান।
পাশাপাশি বিভিন্ন বাস রোডের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে মোনাজাত করে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে জিলাপি বিতরণ করা হয়।

