Site icon Daily R News

আইপিএলের লেজেন্ডারি একাদশে জিতেশ, কোহলি বাদ

ক্রীয়া ডেস্ক: আইপিএলের সর্বকালের সেরা একাদশ বেছে নিতে গিয়ে বড় চমক দিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) উইকেটকিপার-ব্যাটার জিতেশ শর্মা। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকট্যাকারকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের অলটাইম আইপিএল একাদশ প্রকাশ করেন তিনি। তবে সেই দলে জায়গা হয়নি আইপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহক ও তাঁরই সতীর্থ বিরাট কোহলির।

আইপিএল ২০২৬ হতে যাচ্ছে জিতেশ শর্মার আরসিবির হয়ে দ্বিতীয় মৌসুম।

এর আগে তিনি তিন মৌসুম খেলেছেন পাঞ্জাব কিংসের হয়ে। আইপিএল ২০২৫-এর মেগা নিলামে ১১ কোটি রুপিতে জিতেশকে দলে নেয় বেঙ্গালুরু। সেই মৌসুমেই ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো আইপিএল শিরোপা জেতে আরসিবি। ১৮তম আসরে ফিনিশারের ভূমিকায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন জিতেশ শর্মা।

১১ ইনিংসে ২৬১ রান করেন তিনি, স্ট্রাইক রেট ছিল ১৭৬.৩৫। একই মৌসুমে কোহলি বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ ৬৫৭ রান করে দলের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন।নিজের একাদশে ওপেনার হিসেবে জিতেশ রেখেছেন রোহিত শর্মা ও অ্যাডাম গিলক্রিস্টকে। তিন নম্বরে আছেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব।

মিডল অর্ডারে জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার দুই কিংবদন্তি জ্যাক ক্যালিস ও এবি ডি ভিলিয়ার্স।অলরাউন্ড বিভাগে রাখা হয়েছে হার্দিক পান্ডিয়াও অক্ষর প্যাটেলকে। দলের অধিনায়ক হিসেবে জিতেশ বেছে নিয়েছেন পাঁচবারের আইপিএলজয়ী মহেন্দ্র সিং ধোনিকে।

বোলিং আক্রমণে একমাত্র স্পিনার হিসেবে আছেন বরুণ চক্রবর্তী। পেস বিভাগে তার পছন্দ জাসপ্রিত বুমরাহ ও আরসিবি সতীর্থ জস জ্যাজলউড।

Exit mobile version