Site icon Daily R News

গোল্ডেন গ্লোবসে হালকা মন জয় করলেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ‘গোল্ডেন গ্লোবস ২০২৬’-এর আসরে নজর কেড়েছেন তারকা দম্পতি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। বেভারলি হিলসের এই জমকালো অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারা। কার্পেট থেকে অনুষ্ঠানস্থল- সবখানেই এই জুটির রসায়ন ও রোম্যান্টিক মুহূর্তগুলো এখন সামাজিক মাধ্যমে আলোচনায়।

একটি ভিডিওতে দেখা যায়, স্বামী নিক জোনাসের টাই ঠিক করে দিচ্ছেন প্রিয়াঙ্কা। অন্য একটি মুহূর্তে প্রিয়াঙ্কার চুলে আলতো করে হাত বুলিয়ে দিতে দেখা যায় নিককে। এমনকি একে অপরের প্রতি তাদের গভীর চাহনিটাও প্রকাশ পেয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ক্লিপে দেখা যায়, প্রিয়াঙ্কা ক্যামেরার দিকে তাকিয়ে থাকলেও নিক বারবার মুগ্ধ দৃষ্টিতে স্ত্রীর দিকেই তাকাচ্ছিলেন।

রেড কার্পেটে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা গেছে কালো গাউনে। তবে পুরো সাজে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার আঙুলে থাকা একটি বিশাল নীল হিরের আংটি। গ্ল্যামারাস পোশাকের সঙ্গে দামি গয়না প্রিয়াঙ্কার উপস্থিতিতে এক ভিন্ন মাত্রা যোগ করে।

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস দীর্ঘ সময় ধরেই তাদের সম্পর্ক ও একে অপরের প্রতি যত্নের জন্য ভক্তদের কাছে প্রশংসিত। হলিউড ও বলিউডের সেতুবন্ধন হিসেবে পরিচিত এই দম্পতি প্রায়ই বড় বড় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত হয়ে নজর কাড়েন। ২০২৬ সালের গোল্ডেন গ্লোবস আসরেও তাদের এই উপস্থিতি শুধু গ্ল্যামার নয়, বরং সম্পর্কের উষ্ণতার জন্যও স্মরণীয় হয়ে থাকল।

Exit mobile version