Site icon Daily R News

তিন বিতর্কিত নির্বাচন: নেপথ্যে কারা ছিলেন হাসিনার সঙ্গে

অনলাইন ডেস্ক: তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন সুপরিকল্পিতভাবে আয়োজন করা হয়, যেখানে নির্বাচন কমিশনের পরিবর্তে প্রশাসনই মূল নিয়ন্ত্রক শক্তিতে পরিণত হয়।

তিন নির্বাচনে প্রশাসন, পুলিশ, সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার একটি অংশ আওয়ামী লীগের পক্ষে কাজ করে। ২০১৪ সালে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ঘোষণা করা হয়, ২০১৮ সালে অধিকাংশ কেন্দ্রে আগের রাতে ব্যালট সিল মারা হয় এবং ২০২৪ সালে ডামি প্রার্থী দিয়ে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক দেখানো হয়।

প্রতিবেদনে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে ক্ষমতা ধরে রাখার জন্য একটি গভীর ‘মাস্টারপ্ল্যান’ বাস্তবায়ন করা হয়। ভোটের পর নথি ধ্বংস, গণমাধ্যম নিয়ন্ত্রণ, বিরোধীদের দমন ও মিথ্যা মামলা দেওয়া হয়। ভবিষ্যতে এ ধরনের নির্বাচন ঠেকাতে গোয়েন্দা সংস্থার ভূমিকা বন্ধসহ আইনগত সংস্কারের সুপারিশ করা হয়েছে।

Exit mobile version