অনলাইন ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ডিবি পুলিশের দাখিল করা চার্জশিট পর্যালোচনার জন্য আরও দুই দিনের সময় নিয়েছেন মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।
আজ সোমবার (১২ জানুয়ারি) সকালে তিনি আদালতে হাজির হয়ে সময়ের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত আগামী ১৫ জানুয়ারি চার্জশিট গ্রহণযোগ্যতা বিষয়ে শুনানির তারিখ নির্ধারণ করেন।
বাদীপক্ষের আইনজীবীরা জানান, চার্জশিট গভীরভাবে পর্যালোচনা করে যেন কোনো নির্দোষ ব্যক্তি শাস্তি না পান, সে লক্ষ্যেই সময় নেওয়া হয়েছে। এর আগে ৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
এতে ছয়জন পলাতক ও ১১ জন কারাগারে আটক রয়েছেন। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে মারা যান শরিফ ওসমান হাদি।

